শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:১১ পূর্বাহ্ন
ষ্টাফ রিপোর্টার: গত ০৭ নভেম্বর ২০২২ ইং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মৌলভীবাজার হইতে মৌলভীবাজার জেলার রাজনগর থানার মেদেনীমহল, নিদনপুর গ্রামের শেখ হাজী
আব্দুল মজিদ এর পুত্র আব্দুল আজিজ ও মৌলভীবাজার জেলার সদর উপজেলার উত্তর কলিমাবাদ গ্রামের মোঃ আব্দুর রব এর পুত্র মোঃ আজিজুর রহমান শান্ত-দ্বয়ের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানার মামলা নং-০৪, তাং-০৭/০৫/২০১৫ ইং, জি আর ৮৯/২০১৫ (সদর) মামলার রায় প্রকাশ করা হইয়াছে। উক্ত রায়ে আসামী ১। আব্দুল আজিজ ও ২। মোঃ আজিজুর রহমান শান্ত-দ্বয়ের বিরুদ্ধে আনীত অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীত ভাবে প্রমান করিতে সক্ষম হওয়ায় তাহাদের প্রত্যেককে দঃ বিঃ ৩৩৩ ধারায় ০৭ (সাত) বছর সশ্রম কারাদন্ড ও ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়, অর্থদন্ড অনাদায়ে আরও ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে রায় প্রকাশ করা হয়। আসামী আব্দুল আজিজ ও মোঃ আজিজুর রহমান শান্ত পলাতক থাকায় তাহাদের বিরুদ্ধে মাননীয় আদালত হইতে সাজা গ্রেফতারী পরোয়ানা ইস্যু করা হইয়াছে। তাহাদেরকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। উল্লেখ্য যে, গত ০৭ মে ২০১৫ইং অত্র মামলার বাদী ট্রাফিক কং/ ৫৩৩ শ্রী কৃষ্ণ দাস, সদর ট্রাফিক, মৌলভীবাজার আসামীদের
বিরুদ্ধে বেআইনী জনতাবদ্ধে সরকারি কাজে বাধা দান পূর্বক সরকারী কর্মচারীকে আঘাত দান করতঃ সাধারণ ও গুরুতর জখম করিয়া আসামী ছিনাইয়া নেওয়ার অপরাধের অভিযোগে মৌলভীবাজার মডেল থানায় আসামী ১। আব্দুল আজিজ (২৫), পিতা: শেখ হাজী আব্দুল মজিদ, সাং: মেদেনীমহল, নিদনপুর, থানা: রাজনগর, জেলা: মৌলভীবাজার, ২। মোঃ আজিজুর রহমান শান্ত (২৩), পিতা: মোঃ আব্দুর রব, সাং: উত্তর কলিমাবাদ, ৩। মোঃ মুস্তাকিন (২৪), পিতা: আলকাছ মিয়া, সাং: সম্পাশী, উভয় থানা: মৌলভীবাজার সদর, জেলা: মৌলভীবাজার দের বিরুদ্ধে দঃ বিঃ ১৪৩/৩৩২/৩৩৩/৩৫৩/২২৪ ধারায় উক্ত মামলা দায়ের করিয়াছিলেন। পরবর্তীতে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, এস আই মৌলভীবাজার মডেল থানা, মৌলভীবাজার বিগত ২৯/০২/২০১৬ইং অভিযোগপত্র আদালতে দাখিল করিলে বিচার কার্য আরম্ভ হয় এবং গত ০৭ নভেম্বর ২০২২ ইং রায় প্রকাশ হয়। উক্ত মামলার রায়ে অত্র মামলার ৩নং আসামী মোঃ মুস্তাকিন (২৪), পিতা: আলকাছ মিয়া, সাং: সম্পাশী, উভয় থানা: মৌলভীবাজার সদর, জেলা: মৌলভীবাজার এর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় মাননীয় আদালত অত্র মামলার ৩নং আসামী মোঃ মুস্তাকিন কে অত্র মামলার দায় হইতে খালাস প্রদান করেন।