রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
সালেহ আহমদ :মৌলভীবাজারে আইএফআইসি ব্যাংকের প্রতিবেশী ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ ফেব্রুয়ারী) দুপুর বারোটায় শহরের এম সাইফুর রহমান সড়কের পশ্চিমবাজারে আইএফআইসি ব্যাংক মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ব্রাঞ্চে প্রতিবেশী ও পিঠা উৎসব পূর্ববর্তী ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে এক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রতিবেশী ও পিঠা উৎসব পূর্ববর্তী আলোচনায় অতিথি ছিলেন ব্যবসায়ী ডাঃ এম এ আহাদ, ব্যবসায়ী সৈয়দ তৌফিক আহমেদ, সৈয়দ আব্দুল মোতালেব রঞ্জু, আইএফআইসি ব্যাংকের সাবেক কর্মচারী এ কে এম আনোয়ার হোসাইন, ব্যবসায়ী সৈয়দ ওমর ফারুক প্রমুখ।উৎসবে ব্যাংকের গ্রাহক সহ তৎসময়ে লেনদেনকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির সুস্বাদু মুখরোচক পিঠা পরিবেশন করা হয়।