শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :আগের দিন তিন উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয় দিনের প্রথম সেশনে হারালো আরও তিন উইকেট। আউট হয়ে ফিরে গেছেন মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দীপু ও লিটন কুমার দাশ। তাতে ৬ উইকেট হারিয়ে ১২৬ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার থেকে পিছিয়ে আছে ১৪৮ রানে। আজকের প্রথম সেশনের তিনটি উইকেটই নিয়েছেন শ্রীলঙ্কার পেসার লাহিরু কুমারা।
দলীয় ৮৩ রানের মাথায় শাহাদাত হোসেন দীপু ফেরার পর নাইটওয়াচ ম্যান তাইজুলের সঙ্গে এসে যোগ দেন লিটন কুমার দাস। ষষ্ঠ উইকেটে তারা দুজন দলীয় সংগ্রহে যোগ করেন ৪১ রান। তাতে বাংলাদেশের সংগ্রহ শতরান পেরোয়। এরপর দলীয় ১২৪ রানের মাথায় কুমারার বলে বোল্ড হয়ে যান লিটন। ৪ চারে ২৫ রান করে যান টপ অর্ডার এই ব্যাটসম্যান।
তাইজুলের সঙ্গে এসে যোগ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তাইজুল ৪১ ও মিরাজ ২ রান নিয়ে বিরতিতে গিয়েছেন।