শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি::বড়লেখা উপজেলা প্রশাসন মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে। ইউএনও (ভারপ্রাপ্ত) সানজিদা আক্তারের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহŸায়ক মুহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুহাম্মদ সিরাজ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতœদ্বীপ বিশ্বাস, থানার ওসি সঞ্জয় চক্রবর্ত্তী, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, আব্দুল জলিল ও ফনি চন্দ্র শীল প্রমুখ।