সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২২ পূর্বাহ্ন
ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাধীন নলডরী গ্রামের ফুরকান আলীর ছেলে মোঃ জামাল আহমেদ এর বিরুদ্ধে দায়ের করা পৃথক দুটি মামলায় মোঃ জামাল আহমেদ পলাতক থাকায় বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৫নং আমল আদালত, মৌলভীবাজার গত ২২ মার্চ ২০২৩ খ্রিঃ বুধবার গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। পুলিশ উভয় মামলার গ্রফতারী পরোয়ানা মূলে মোঃ জামাল আহমেদ কে গ্রেফতার করার জন্য খোঁজিতেছে এবং সম্ভাব্য সকল স্থানে পুলিশ অভিযান পরিচালন করিতেছে। মোঃ জামাল আহমেদ কে পুলিশ পাওয়ামাত্র গ্রেফতার করিবে। উভয় মামলার এজাহার সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলাধীন কর্মধা গ্রামের মৃত সাইফুল ইসলাম এর ছেলে শফিকুল আলম হত্যা মামলায় তিনি ৩নং আসামী, নিহত শফিকুল আলম এর স্ত্রী বাদী হইয়া মোঃ জামাল আহমেদ সহ মোট আট জনকে আসামী করে কুলাউড়া থানায় হত্যা মামলা দায়ের করেন, যাহা জি আর মামলা নং-৩০৩/২০২২ইং (কুলাঃ), কুলাউড়া থানার মামলা নং-২০, তাং-২২/০৯/২০২২ইং এবং সরকারি সংরক্ষিত বনে অভৈধভাবে প্রবেশ করিয়া সৃজিত সেগুন বাগান হইতে মূল্যবান সেগুন গাছ কাটা, খন্ড করা ও পাচার প্রচেষ্টা জনিত অপরাধে বিগত ১৫/০২/২০২২ইং তারিখে মোট দুই জনকে আসামী করে কুলাউড়া রেঞ্জ, নলডরী বিট এর বিট কর্মকর্তা, ফরেষ্টার মোঃ সালাহ উদ্দিন এর দায়ের করা মামলায় তিনি ১নং আসামী, যাহা সি আর মামলা নং-৬৫/২০২২ইং (বন)। উভয় মামলায় মোঃ জামাল আহমেদ পলাতক থাকায় বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৫নং আমল আদালত, মৌলভীবাজার তাহার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করিয়াছেন। বর্তমানে উভয় মামলা আদালতে বিচারাধীন আছে।