শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন
অর্জুন দেবনাথ :: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিতে অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুন) সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের নেতৃত্বে অভিযানে মুন্সীবাজারে স্বাস্থ্যবিধি না মানায় ৭টি মামলায় ৭ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয় এবং মহামারী করোনার সংক্রমণ বিষয়ে জনসচেতনতামূলক প্রচার চালানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট মো: আশেকুল হক বলেন, যে হারে করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, মানুষ সচেতন না হলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। তাই সরকার কর্তৃক করোনা প্রতিরোধে দেওয়া নির্দেশনাগুলো বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।