1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

রোনালদোর হ্যাটট্রিকে আল নাসরের দুর্দান্ত জয়

  • আপডেট টাইম : রবিবার, ৫ মে, ২০২৪
  • ২২ বার পঠিত

ডেস্ক রিপোর্ট ::বয়স ৩৯ হলেও থেমে নেই ক্রিস্টিয়ানো রোনালদোর গোল করার ধারাবাহিকতা। সৌদি প্রো লিগে আবারও হ্যাটট্রিক করেছেন তিনি।

তাতে ভর করে আল ওয়েদার বিপক্ষে ৬-০ গোলের বড় জয় পেয়েছে আল নাসর। চলতি মৌসুমে এটি পর্তুগিজ ফরোয়ার্ড চতুর্থ হ্যাটট্রিক, সবশেষ সাত ম্যাচে তৃতীয়।

আল আওয়াল স্টেডিয়ামে ম্যাচের পঞ্চম মিনিটেই গোলের খাতা খোলেন রোনালদো। এতে অবশ্য প্রতিপক্ষ গোলরক্ষকেরই দায় বেশি। ১২ মিনিটে মার্সেলো ব্রোসোভিচের ক্রসে মাথা ছুঁইয়ে ব্যবধান দ্বিগুণ করেন পর্তুগিজ ফরোয়ার্ড। এরপর প্রথমার্ধে আরও দুই গোলের দেখা পায় আল নাসর।

বিরতির পর ৫২ মিনিটে বাঁ পায়ের শটে হ্যাটট্রিক পূরণ করেন রোনালদো। ৮৮ মিনিটে দলের হয়ে ষষ্ঠ গোলটি আসে মোহাম্মদ আল ফাতিলের পা থেকে।

লিগে এনিয়ে ৩২ গোল করলেন রোনালদো। আর তিনটি গোল করলেই ছাড়িয়ে যাবেন সৌদি প্রো লিগের এক মৌসুমে সর্বোচ্চ গোল করা আব্দেররাজ্জাক হামদাল্লাহকে। ২০১৮-১৯ মৌসুমে ৩৪ গোল করেছিলেন আল নাসরের সাবেক এই ফরোয়ার্ড।

রোনালদো সেই রেকর্ড ভাঙার জন্য আরও চার ম্যাচ হাতে পাচ্ছেন। ৩০ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে আল নাসর। এক ম্যাচ কম খেলে তাদের চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে আছে শীর্ষে থাকা আল হিলাল।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..