1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

সুনামগঞ্জে ওসিসহ ৬পুলিশকে নদীতে নিক্ষেপ: ২৬জনের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৫১৭ বার পঠিত
সুনামগঞ্ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাত‌কে অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে নৌ পুলিশের ওসি-এসআইসহ ছয় সদস্যকে নদীতে ফেলে দেওয়া হয়। এ সময় ১১টি মোবাইল, চারটি হাতকড়া, জব্দকৃত মালামাল ও নৌ পুলিশের গুরুত্বপূর্ণ ফাইল লুটপাট করা হয়। এ ঘটনায় আওয়ামী লীগ নেতা ও ছাতক পৌরসভার কাউন্সিলর, যুবলীগ ও ছাত্রলীগ, শ্রমিক লীগ নেতা, ইজারাদার, বোমা মে‌শিন তৈ‌রিকারকসহ ২৬ জনের না‌মে নৌ পু‌লিশ মামলা করেছে।
এ ঘটনায় স‌ঙ্গে জ‌ড়ি‌ত আসামি‌দের গ্রেপ্তার কর‌তে পু‌লিশ পৃথক পৃথক স্থা‌নে ছাতক ও কোম্পানীগঞ্জ থানার পু‌লিশ যৌথ অভিযান চা‌লি‌য়েছে। পরে কোম্পানীগ‌ঞ্জ উপ‌জেলার লম্বাকা‌ন্দি গ্রা‌মের রজু মিয়ার পুত্র  শাহাদাত খাকে (৩৭) তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। তিনি এ মামলার ৬ নাম্বার এজাহারভূক্ত আসামি ব‌লে পু‌লিশ নি‌শ্চিত ক‌রেন।মামলা দা‌য়েরের পর থে‌কে বালু খেকো উত্তোলনকা‌রী ইজারাদার চত্রুরা পু‌লি‌শের ভয়ে বাসা বা‌ড়ি ছে‌ড়ে আত্মগোপ‌নে চ‌লে গে‌ছেন ব‌লে পু‌লিশ জা‌নি‌য়ে‌ছে।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার এসআই সায়েম চৌধুরী জানান, শাহাদাত খা (৩৭) না‌মে একজন আসামি‌কে গ্রেপ্তার করে মঙ্গলবার বিকা‌লে ছাতক থানায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে।শাহাদত খা  না‌মে একজন আটকে বিষয়ের সত্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, আসামি‌দের গ্রেপ্তারে অভিযান অব্যাহত র‌য়ে‌ছে।
এ ব্যাপারে নৌ পুলিশের এসপি শম্পা ইয়ামিন এ ঘটনায়  মামলা দা‌য়েরের সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, অপরা‌ধী যেই হোক কেন তা‌দের বিরু‌দ্ধে ক‌ঠোর ব্যবস্থা নেওয়া হ‌বে। আসামি‌দের গ্রেপ্তারে অভিযান চল‌ছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..