বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
জয়নাল আবেদীন: কুলাউড়া উপজেলার সঞ্জরপুর গ্রামে বাড়ীর পাশে মালিকানা জায়গায় রোপনকৃত চার শতাধিক গাছের চা কেটে ফেলছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১টায় কে বা কারা মালিকানা জায়গা থেকে এ ঘটনা ঘটায়।
অভিযোগ সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকা শরিফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের আব্দুল খালিকের ছেলে প্রবাসী আব্দুল গনির মালিকাধীন জায়গায় রোপিত চার শতাদিক কদম গাছের চারা কেটে পেলে দুর্বৃত্তরা। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি সাধিত হয়েছে। এ ঘটনায় আব্দুল গনি বাদি হয়ে কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করন। কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।