মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন
রাজনগর প্রতিনিধি: আজ মঙ্গলবার করোনা ভাইরাস (কোভিড-১৯) র বিস্তার রোধকল্পে সরকার কর্তৃক আরোপিত বিধি-নিষেধ যথাযথভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতের জন্য রাজনগর উপজেলায় বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করেন উর্মি রায়, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, রাজনগর ও মোঃ তানভীর হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক এর কার্যালয়, মৌলভীবাজার। মোবাইল কোর্ট পরিচালনা করে দন্ডবিধি ১৮৬০ মোতাবেক ১৬ মামলায় ১৬ জনকে মোট ৭১৫০/- টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
এ সময় ক্যাপ্টেন সাজ্জাদ ও তার নেতৃত্বাধীন একটি দল এবং এক প্লাটুন বিজিবি সদস্য অভিযানে সহযোগিতা করেন। অভিযানের সাথে মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি মেনে চলা ও সরকারী বিধি-নিষেধের বিষয়ে প্রচারণা করা হয়।