শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন
ক্রীড়া ডেস্ক :: জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে আজ প্রস্তুতি ম্যাচ খেলবে টিম টাইগার্স। হারারেতে প্রস্তুতি ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়।
আগামী ১৬ জুলাই শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মূল সিরিজ শুরুর আগে নিজেদের ঝালাই করে নেওয়ার সুযোগ পাচ্ছে টাইগাররা। কারণ সিরিজে আছে একটি প্রস্তুতি ম্যাচ।
জিম্বাবুয়ে সিলেক্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে হারারের তাকাসিঙ্গা স্পোর্টস ক্লাবে।
এদিকে, ওয়ানডে স্কোয়াড থাকা রুবেল হোসাইন ছাড়া ইতোমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন বাকি সবাই। গত ১২ জুলাই তারা অনুশীলনও করেছেন। তবে এ অনুশীলনে ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। আর মাঠে থাকলেও অনুশীলন করেননি সাকিব আল হাসান।
জিম্বাবুয়ে সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সূচি
১ম ওয়ানডে – ১৬ জুলাই দুপুর দেড়টা
২য় ওয়ানডে – ১৮ জুলাই দুপুর দেড়টা
৩য় ওয়ানডে – ২০ জুলাই দুপুর দেড়টা
১ম টি-টোয়েন্টি – ২৩ জুলাই বিকাল সাড়ে চারটা
২য় টি-টোয়েন্টি – ২৫ জুলাই বিকাল সাড়ে চারটা
৩য় টি-টোয়েন্টি – ২৭ জুলাই বিকাল সাড়ে চারটা