শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে নাম লেখানোর পর শিরোপার মঞ্চেও চমক দিল আফগানিস্তান ‘এ’ দল। শ্রীলঙ্কাকে দাপটের সঙ্গে হারিয়ে প্রথমবারের মতো ইমার্জিং এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে আফগান যুবারা। শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৩৩ রানে করে লঙ্কানরা। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই যুবাইদ আকবারী আউট হয়ে ফিরলেও ঢাল হয়ে দাঁড়ান সেদিকুল্লাহ আতাল। পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ ব্যাটিংয়ে মুগ্ধ করেছেন সবাইকে। ফাইনালেও সেই ধারাবাহিকতা বজায় রেখে অপরাজিত থেকেই দলের জয় নিশ্চিত করেন এই আফগান ওপেনার।
এর আগে আল আমেরাতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং ধসে পড়ে শ্রীলঙ্কা। মাত্র ১৫ রানে ৪ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লঙ্কানরা। সেখান থেকে পঞ্চম উইকেটে ৫০ রানের জুটি গড়ে ধাক্কা সামলান পবন রত্না য়েকে এবং সাহান অরাচ্চিগে।
ব্যক্তিগত ২০ রানে রত্নায়েকে বিদায়ের পর শ্রীলঙ্কাকে একাই টেনে নেন সাহান। যখন দলীয় রান এক শ নিয়েই শঙ্কা ছিল তখন দলকে ১৩৩ রানের সংগ্রহ এনে দেন বাঁহাতি ব্যাটার। ষষ্ঠ উইকেটে তাকে অবশ্য যোগ্য সঙ্গ দিয়েছেন নিমেশ ভিমুক্তি (২৩)। দুজনে মিলে দলের খাতায় ৪২ রান যোগ করেছেন। সাহান ৬৪ রানের অপরাজিত ইনিংসটি খেলেছেন ৬ চারে। শ্রীলঙ্কাকে শুরুতেই ধসিয়ে দেওয়া বিলাল সামি নিয়েছেন ২২ রানে ৩ উইকেট।