1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

শ্রীমঙ্গলে নারীর প্রতি সহিংসতা: সমাধানে ১৬ দিনের প্রচারাভিযানের মোড়ক উন্মোচন ও সংলাপ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৭১ বার পঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নারীর প্রতি সহিংসতা: সমাধানে ১৬ দিনের প্রচারাভিযান মোড়ক উন্মোচন ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় শ্রীমঙ্গল উত্তরসুরস্থ ব্র্যাক লার্নিং সেন্টারে মোড়ক উন্মোচন ও সংলাপ অনুষ্ঠিত হয়।

সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) এবং পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিচার্জ সেন্টার (পিপিআরসি) এর যৌথ আয়াজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুল প্রবন্ধ পাঠ করেন সেড এর নির্বাহী পরিচালক ফিলিপ গাইন। সংলাপে বক্তব্য রাখেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক মাহবুবুল হাসান, সাবেক সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্ত্রী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব আহমেদ চৌধুরী, চা শ্রমিক নেতা রাম ভোজন কৈরী,নৃপেন পাল, মাখন লালকর্মকার, পরেশ কালিন্দী, জেসমিন আক্তার, শ্রীমতী বাউরি,মৌলভীবাজার জেলা হরিজন ঐক্য পরিষদ নেত্রী বাসস্তী, যৌন কর্মী বিশেষজ্ঞ রাজিয়া সুলতানা, হিজরা অধিকার কর্মী ইভান আহমেদ কথা, চা নারী শ্রমিক রুপান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে ‘বাংলাদেশ চা শ্রমিক: বাস্তবতা ও চ্যালেঞ্জ’ এর মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানে অংশ নেয়া অতিথিরা।
ফিলিপ গাইন মুল প্রবন্ধে প্রান্তিক চা শ্রমিকদের অধিকার, বেতন-ভাতা, সামাজিক অধিকার ও সুরক্ষা, স্বাস্থ্যসেবা, ভুমির মালিকানায়, মজুরি বৈষম্য, শ্রমিক শোষন, শ্রম আইন সংস্কার, বিচ্ছিন্ন নারী চা শ্রমিকদের কর্মক্ষেত্রে সহিংসতা এবং জীবন মান উন্নয়নের বিষয়গুলো তুলে ধরা হয়।
সংলাপে আলোচকগন নারী চা শ্রমিক ও অন্যান্য কর্মজীবী নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা অবসানে নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সাংবাদিক, সমাজকর্মী, এনজিও প্রতিনিধি,হিজরা, হরিজন, চা শ্রমিক প্রতিনিধিসহ বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..