1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

এটাই হয়ত শেষ ম্যাচ : মোহাম্মদ সালাহ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৬২ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : আরও একবার মোহাম্মদ সালাহর ম্যাজিক। ম্যানচেস্টারসিটির বিপক্ষে লিভারপুলের ম্যাচটাকে বলা হচ্ছিল ১০ ম্যাচের ডেথ রানের শেষ ম্যাচ। সম্ভবত আর্নে স্নটের নিজেকে প্রমাণের সবশেষ ম্যাচ। চলতি মৌসুমে শুরু থেকেই ছিলেন উড়ন্ত ছন্দে। কিন্তু নিজেদের সবচেয়ে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে জয় না পেলে ঠিক সংশয় কাটানো চলে না।

আর্নে স্নটের দল সেই সংশয় উড়িয়ে দিয়েছে সিটিজেন্সদের বিপক্ষে ২-০ গোলের দাপুটে এক জয়। পুরো ম্যাচেই দারুণ খেলেছেন মোহাম্মদ সালাহ। কোডি গাকপোকে দিয়ে গোল করিয়েছেন। ফাইনাল থার্ডে ভীতি ছড়িয়েছেন বারবার। ম্যাচের শেষদিকে এসে নিজেও পেয়েছেন গোলের দেখা। চলতি মৌসুমে নিজের অবিশ্বাস্য ছন্দটা ধরে রেখেছেন এই ম্যাচে এসেও।

২০২৪-২৫ মৌসুমে এসে ইংলিশ প্রিমিয়ার লিগে সালাহ টানা ৬ ম্যাচে করেছেন ৭ গোল। লিগে ১৩ ম্যাচে করেছেন ১১ গোল, সঙ্গে অ্যাসিস্ট আছে ৭টি। কেবল সালাহর এই গোল-অ্যাসিস্ট থেকেই লিভারপুল পেয়েছে মোট ২০ পয়েন্টের দেখা। সব প্রতিযোগিতা মিলিয়ে ২০ ম্যাচে সালাহর গোল ১৩টি, গোলে সহায়তা ১১টি।

এমন দুর্দান্ত ছন্দে থাকার পরও লিভারপুলে সালাহর সময়টা কাটছে অনিশ্চয়তায়। আগামী মৌসুমে তাকে অ্যানফিল্ডের ক্লাবটিতে দেখা যাবে কিনা, তাও নিশ্চিত নয়। সালাহ নিজেও আরেকবার নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন খোলাখুলিভাবে। ম্যাচ শেষ করেই জানিয়েছেন, লিভারপুলে নিজের ভবিষ্যৎ নিয়ে তিনি সন্দিহান। যদি চুক্তি নবায়ন না হয়, তবে মৌসুম শেষেই হয়তো নতুন ক্লাব খুঁজে নিতে হবে মিশরীয় এই তারকাকে। স্কাই স্পোর্টসকে এই ফরোয়ার্ড বলেছেন, ‘এখন পর্যন্ত যা হচ্ছে, সে অনুযায়ী এটাই সিটির বিপক্ষে অ্যানফিল্ডে লিভারপুলের হয়ে আমার শেষ ম্যাচ, আমি ম্যাচটা শুধু উপভোগ করতে চেয়েছিলাম। এখানকার পরিবেশ অবিশ্বাস্য ছিল, তাই প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি। আশা করি, আমরা লিগ জিততে পারব এবং এরপর দেখা যাক কী হয়।’

এ নিয়ে ৮ দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বললেন সালাহ। এর আগে সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচ জিতিয়ে লিভারপুলে নিজের অবস্থা সম্পর্কে বলেছিলেন, ‘আমরা প্রায় ডিসেম্বর মাসে চলে এসেছি। কিন্তু আমি এখনো ক্লাবের পক্ষ থেকে চুক্তি নবায়নের কোনো প্রস্তাব পাইনি। সম্ভবত আমি যতটা না ক্লাবে আছি, এর চেয়ে অনেক বেশি বাইরে আছি।’ সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, সালাহর প্রতিনিধি ও লিভারপুল কর্তৃপক্ষ চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত সবকিছু ইতিবাচক আছে। যদিও সালাহর চুক্তি নিয়ে আলোচনা সব সময় জটিল এবং সময়সাপেক্ষ হয়। সবশেষ ২০২২ সালের চুক্তির সময়েও এমন জটিলতা ছিল।

অবশ্য খানিক স্বস্তি লিভারপুল ভক্তদের এনে দেবে পরের খবরটি। ক্লাবের সাবেক সিইও পিটার মুর জানিয়েছেন, শুধু সালাহ না, বরং চুক্তি শেষ হতে যাওয়া আরও দুই তারকা ভার্জিল ভ্যান ডাইক এবং আলেকজান্ডার-আর্নল্ডের এজেন্টের সঙ্গেও চুক্তি নবায়নের ব্যাপারে কথা বলছে ক্লাবটি। আর সালাহর ব্যাপারে আরেক গণমাধ্যম দ্য অ্যাথলেটিকের ভাষ্য, মিশরীয় এই তারকার এজেন্ট রামি আব্বাসের সঙ্গে প্রাথমিকভাবে বেশ ইতিবাচক আলাপই করেছে লিভারপুল।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..