বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : পাকিস্তানি টিকটক তারকা মরিয়ম ফয়সালের ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেশটির একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। প্রতিবেদন বলা হয়েছে, মরিয়মের এসব কথিত ছবি এবং ভিডিও এক্স ও হোয়াটসঅ্যাপ গ্রæপে কে বা কারা ছড়িয়ে দিয়েছে। একের পর এক টিকটক তারকার ব্যক্তিগত ছবি প্রকাশ্যে আসার ঘটনায় বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন বিশেষজ্ঞরা।
ব্যক্তিগত পরিসরের ছবি প্রকাশ্যে আসায় ভুক্তভোগী টিকটক তারকারা সামাজিকভাবে হেনস্তার মুখে পড়ছেন, মানসিকভাবে ভেঙে পড়ছেন। অনেকে আইনি ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দিয়েছেন।
মরিয়ম এখনও বিষয়টি নিয়ে মুখ খোলেননি। তবে কারা ভিডিও ফাঁসের সঙ্গে জড়িত তা এখনও বের করা সম্ভব হয়নি। তবে তৎপর পাকিস্তানি পুলিশ। চলছে জোর তদন্ত।
এর আগে টিকটক তারকা মিনাহিল মালিকের একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়েছিল। এরপর আরেক টিকটকার ইমশা রহমান, টিভি উপস্থাপিকা মাথিরা খান এবং টিকটকার কানওয়াল আফতাবেরও ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।
পরে মাহিরা খান বলেন, ‘আমার ছবি ভুলভাবে ব্যবহার করা হচ্ছে। এটা ন্যক্কারজনক ঘটনা। এটা বন্ধ করা উচিত।’