1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:১৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

চট্টগ্রামে বিজয়মেলা শুরু ১১ ডিসেম্বর

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬০ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামে আয়োজিত বিজয়মেলার স্থান আবার পরিবর্তন হচ্ছে। প্রথমে চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে আয়োজন সারতে গিয়ে ‘তোপের মুখে’ পড়ে স্থান পরিবর্তন করে চট্টগ্রাম জেলা প্রশাসন। পরে রেলওয়ের মালিকানাধীন সিআরবির মাঠে মেলা করার সিদ্ধান্ত নিয়ে আবার সেটিও পরিবর্তন হয়। সবশেষে সিদ্ধান্ত হয়— বিজয় মেলা বসবে কাজির দেউরির সেই ‘পরিত্যক্ত’ শিশু পার্কে।

এদিকে, বার বার মেলার স্থান পরিবর্তন হওয়ায় পেছানো হয়েছে সময়ও। তাই সেই ৯ ডিসেম্বরের মেলা শুরু হবে ১১ ডিসেম্বর থেকে।

এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের স্টাফ অফিসার শাকিব শাহরিয়ার। তিনি বলেন, ‘মেলার স্থান আবারো পরিবর্তন হয়েছে। আউটার স্টেডিয়াম থেকে সরিয়ে সিআরবিতে করার কথা ছিল। পরে সেখান থেকে সরিয়ে আবার কাজির দেউরির শিশু পার্কের খালি জায়গায় বসানো হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘মেলার সময়ও পিছিয়েছে। আগামী ১১ ডিসেম্বর থেকে বিজয় মেলা বসবে। মেলায় স্টল বসানোর জন্য কাজ শুরু হচ্ছে।’ র্জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে দেশব্যাপী মেলা করার সিদ্ধান্ত নেয় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। সেই হিসেবে জেলা প্রশাসনের উদ্যোগে চট্টগ্রামেও বিজয় মেলার আয়োজন করা হয়।

তবে দেশব্যাপী একদিনের মেলা হলেও চট্টগ্রামে সাতদিনব্যাপী হওয়ার সিদ্ধান্ত হয়। প্রথমে ৯ ডিসেম্বর থেকে নগরের আউটার স্টেডিয়ামে মেলা বসার কথা ছিল। পরে ভ্যেনু পরিবর্তন করে সিআরবিতে নেওয়া হয় তাই সময় একদিন পিছিয়ে ১০ ডিসেম্বর থেকে শুরু করার কথা ছিল। এখন আবারো স্থান পরিবর্তন হয়ে কাজির দেউরির ‘পরিত্যক্ত’ শিশু পার্কে করা হবে। তাই আবারো সময় আরো একদিন পিছিয়ে আগামী ১১ ডিসেম্বর থেকে মেলা বসবে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..