বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : নারী টি২০ বিশ্বকাপে স্কোয়াডে থাকলেও একটি ম্যাচেও খেলা হয়নি জাহানারা আলমের। মাঝে বছরখানেক বিরতি দিয়ে জাতীয় দলে ফেরার পর অনেকটাই অনিয়মিত তিনি। তবে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে টি২০তে সুযোগ পান জাহানারা। ফেরার ম্যাচে ৪ ওভারে ৩৫ রান দিয়ে এক উইকেট নেন এই পেসার। দলও ম্যাচ হেরেছে ১২ রানে। একাদশে ফেরার আনন্দ থাকলেও দলের হার সেটি কিছুটা ম্নান করে দিয়েছে বলে জানান জাহানারা। জাহানারা বলেন, ‘সবই ঠিক আছে, দলে থাকার ব্যাপারটি সবসময় যে মনের মতো হবে ব্যাপারটা আসলে এমন না। যা কিছু আপনার নসিবে লেখা আছে সেটাই হবে। দলে ফিরতে পেরেছি তাতে আমি যথেষ্ট খুশি। কিন্তু খুশিটা খুব বেশি হতে পারছি না, কারণ প্রথম ম্যাচের ফল আমাদের পক্ষে আসেনি।’
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। সেই সুখস্মৃতি নিয়েই সিলেটে টি২০ সিরিজে খেলতে নেমেছিল তারা। কিন্তু আইরিশদের কাছে প্রথম ম্যাচে হেরে গেছে। শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচ। পেসার জাহানারা আলমের বিশ্বাস, প্রথম ম্যাচ হারলেও সিরিজে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।
টি২০ সিরিজের প্রথম ম্যাচে হয়েছে তীব্র লড়াই। ১৯তম ওভারে পরিকল্পনা মতো ব্যাটিং করতে ব্যর্থ হওয়ায় ম্যাচ হারে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচ জেতার বিকল্প নেই স্বাগতিকদের সামনে। বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় কথা বলেছেন জাহানারা। আজকের ম্যাচ নিয়ে তিনি বলেছেন, ‘বাংলাদেশ দলের হয়ে খেলার সুযোগ পাওয়া সবসময় আমার জন্য গর্বের বিষয়। প্রথম ম্যাচে আমাদের ফল প্রত্যাশিত ছিল না। তবে আমাদের দলের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে। ব্যাটিং লাইনআপে ইতিবাচক কিছু পাওয়া গেছে। চারজন ব্যাটার ভালো স্কোর করেছে, যা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। ইনশাআল্লাহ সিরিজে আমরা ফিরতে পারব।’
আগের ম্যাচের ভুলগুলো শুধরে পরেরটিতে ভালো করতে মুখিয়ে বাংলাদেশের মেয়েরা। এ প্রসঙ্গে জাহানারা বলেছেন, ‘এটি আমাদের বড় সংগ্রহের একটি উদাহরণ। যদিও কয়েকটি ভুলের জন্য আমরা জয় পাইনি। তবে আমরা জানি কীভাবে সেগুলো শুধরে সিরিজে ফিরতে হবে। দলে যদি আরও ২-৩ জন ব্যাটার রান করতে শুরু করে, তাহলে ছয়-সাতজন মিলে বড় লক্ষ্য তাড়া করার সামর্থ্য রাখি।’
জাহানারা আরও বলেছেন, ‘টি২০তে সময় খুব কম। এখানে বল ধরে ধরে পরিকল্পনা করতে হয় এবং প্রতিটি মুহূর্তে মনোযোগ ধরে রাখতে হয়। আমরা যদি আমাদের শক্তি অনুযায়ী খেলতে পারি এবং আইরিশদের টপ অর্ডারকে দ্রæত ফেরাতে পারি, তাহলে তাদের অল্প রানে আটকে রাখতে পারব। এভাবে ম্যাচে ইতিবাচক ফল আনা সম্ভব।’
আয়ারল্যান্ডকে ওয়ানডেতে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। টি২০’র শুরুতেই ধাক্কা খেয়েছে। ১৭০ রান তাড়া করতে নেমে পারেনি স্বাগতিক মেয়েরা। একসময় ভালো অবস্থায় থেকেও পায়নি জয়ের দেখা। এ নিয়েও কথা বলেছেন জাহানারা। তিনি বলেন, ‘১৬৯ রান, ১৭০ টার্গেট, এটা আমার কাছে মনে হচ্ছে আমরা যদি শুরুটা ভালো করি এবং পাওয়ার প্লে’টা ভালোভাবে কাজে লাগাই তাহলে সম্ভব। ১০-১১ ওভারে আমরা শতরানের বেশি করেছিলাম। এটা আমাদের জন্য বড় একটি সংগ্রহ ছিল, ওপেনিং জুটি বলতে পারেন। তারপরও আমরা আশাবাদী ছিলাম। কিন্তু শেষের দিকে হয়তো কিছু ভুলের কারণে ম্যাচটা আমরা হেরে গেছি। আমাদের চারজন ব্যাটার ছন্দে ফেরাতে পরের ম্যাচগুলো নিয়ে আমরা খুবই আশাবাদী।’