শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার বর্নি ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট-২০২৪-২০২৫ রোববার রাতে ফকির বাজার উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় মামু ভাগনা জুটি মনারাই বড়লেখা জুটিকে পরাজিত করে বিজয়ী হয়েছে বিয়ানীবাজারের নিউ লাইন জুটি।
টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক রুহেল আহমদের সভাপতিত্বে ও ইউপি ছাত্রদল সভাপতি আক্তার হোসেন রেদওয়ানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা ফখরুল ইসলাম, এম মুন্তাজিম আলী কলেজের সাবেক সভাপতি হাজী সুরমান আলী, ইউনিয়ন বিএনপি নেতা সেরুজাম্মান চৌধুরী বেনু, পৌর ছাত্রদলের আহবায়ক শাহরিয়ার ফাহিম, যুবদল নেতা আবুল কালাম লুলাই, উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন, ছাত্রদল নেতা আব্দুল হাফিজ, ফজলুর রহমান প্রমুখ।