1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

২০৩০ বিশ্বকাপ মরক্কো, স্পেন ও পর্তুগালে, ২০৩৪ বিশ্বকাপ হবে সৌদিতে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৪৮ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : আগে থেকেই জানা গিয়েছিল। তবে এবার চূড়ান্ত ঘোষণা এলো ফিফার কাছ থেকে।
২০৩০ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মরক্কো, স্পেন ও পর্তুগালে। আর ২০৩৪ বিশ্বকাপ আয়োজ করবে সৌদি আরব। গতকাল ফিফা কংগ্রেসের সভায় সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। যেখানে ফিফার ২১১ সদস্য দেশের সবাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় প্রতিনিধিত্ব করে।

মরক্কো, স্পেন ও পর্তুগালের পাশাপাশি ২০৩০ বিশ্বকাপে লাতিন আমেরিকার তিন দেশ উরুগুয়ে, প্যারাগুয়ে ও আর্জেন্টিনাতেও অনুষ্ঠিত হবে ম্যাচ। তবে লাতিন আমেরিকার দেশগুলোতে অনুষ্ঠিত হবে একটি করে ম্যাচ। টুর্নামেন্টের শতবর্ষ পালন উপলক্ষে এই তিন দেশে হবে তিনটি ম্যাচ।

এদিকে ২০৩৪ বিশ্বকাপ আয়োজিত হবে সৌদি আরবে। মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে ২০২২ সালে বিশ্বকাপ আয়োজন করেছিল কাতার। দ্বিতীয় দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজন করবে সৌদি। বিষয়টি ২০২৩ সালেও ঘোষণা করা হয়েছিল। কিন্তু তখন সৌদি আরবের নাম বলা হয়নি। এশিয়া বা ওশেনিয়া অঞ্চলের কথা উল্লেখ করা হয়। তখন অস্ট্রেলিয়া আয়োজক হওয়ার আগ্রহ দেখালেও পরে তারা সরে দাঁড়িয়ে সৌদির পথ পরিষ্কার করে দেয়।

এর আগে চূড়ান্ত করা হয় ২০২৬ বিশ্বকাপ। এই আসরের আয়োজক যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। আসরটিতে দলের সংখ্যা ৩২ থেকে বেড়ে হবে ৪৮।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..