বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : ১৫ বছরের আওয়ামী লীগ সরকার ১৫ দিনের আন্দোলনে দেশ ছেড়ে পালিয়েছে। কুমিল্লার চান্দিনা সুহিলপুরে শালিখায় এলডিপির কর্মি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ এই কথা বলেন।
শুক্রবার বিকেলে শালিখা আমতলী বাজারে এলডিপির আয়োজনে এই কর্মি সম্মেলন অনুষ্ঠিত হয়।
সুহিলপুর ইউনিয়ন এলডিপির সভাপতি তৌহিদুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা এলডিপির সভাপতি শামসুল হক মাস্টার, উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আবু তাহের, উপজেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজ, সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা মো: গাফ্ফার,চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভূইয়া, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু,সঞ্চালনায় ছিলেন উপজেলা গনতান্ত্রিক যুবদলের সিনিয়র স -সভাপতি প্রভাষক এম এ সোহেল খানসহ এলডিপির নেতাকর্মীরা।