শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় মৌলভীবাজার শাহ্ মোস্তফা সড়কে অবস্থিত গণকবরে
প্রথমে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, এরপর একে একে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম, মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মৌলভীবাজার জেলা ইউনিট, মৌলভীবাজার পৌরসভা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সমবায় অফিস, জেলা পরিষদ সহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠান। সেখানে শাহাদাতবরণকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পরে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে দিবসটির তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন বলেন বুদ্বিজীবীদের রেখে যাওয়া আদর্শ ও পথকে অনুসরণ করে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক সমাজ গড়তে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে। আলোচনা সভায় মৌলভীবাজার জেলার মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যগন, সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাগন ও সূধীজন উপস্থিত ছিলেন।