শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : ভাইয়েকানোর মাঠে শুরুতেই দুই গোলে পিছিয়ে যায় রিয়াল মাদ্রিদ। অবশ্য প্রথমার্ধেই সমতায় ফেরে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে এগিয়েও যায় রিয়াল। তবে দারুন খেলে তাদের রুখে দিল রায়ো ভাইয়েকানো। তাতে লা লিগার শীর্ষ যাওয়ার সুযোগ হারাল কার্লো আনচেলত্তির দল।
ভাইয়েকানোর মাঠে দুই দলের রোমাঞ্চকর লড়াই শেষ হয়েছে ৩-৩ সমতায়। উনাই লোপেস স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন আব্দুল মুমিন। দুই মিডফিল্ডার ফেদে ভালভের্দে ও জুড বেলিংহ্যামের গোলে দ্রুতই সমতা ফেরায় রিয়াল। পরে রদ্রিগোর গোলে এগিয়ে যায় রিয়াল। একটু পরেই ইসি পালাসনের গোলে সমতা ফেরায় ভাইয়েকানো।
১৭ ম্যাচে ১১ জয় ও চার ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরেই আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। নিজেদের পরের ম্যাচে আতলেতিকো মাদ্রিদ জিতলে তিনে নেমে যেতে হবে স্প্যানিশ চ্যাম্পিয়নদের।