1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

১৬ বছর বয়সে হোমো-সেক্সুয়াল ছিলাম : কবীর সুমন

  • আপডেট টাইম : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : বাংলা গানের জগতের অন্যতম চর্চিত নাম কবীর সুমন। তার গান মানেই বিপ্লব। যে কারণে ভক্তদের কাছে তিনি গানওয়ালা। গানের আঙিনা পেরিয়ে রাজনীতির জগতেও চর্চিত নাম তিনি। সক্রিয় রাজনীতির অংশ না হলেও মমতার কট্টর সমর্থক। বয়স ৭৬-এর গণ্ডি পার করে ফেলেছেন। তার ব্যক্তিগত জীবন সবসময়ই থেকেছে আতসকাচের তলায়। কোনওকিছুতেই রাখঢাক নেই। পাঁচবার বিয়ে করেছেন, কিন্তু টেকেনি দাম্পত্য সম্পর্ক।

সুন্দরী নারীদের জন্যই তার বেঁচে থাকা, সে-কথাও বহুবার বলতে শোনা গেছে। কিন্তু এবার নিজেকে সমকামী বলে দাবি করলেন কবীর সুমন। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে কবীর সুমন জানান, ছোটবেলায় তিনি ‘হোমো-সেক্সুয়াল’ ছিলেন।

কবীর সুমন বলেন, ‘আমি খুব ছোটবেলায়, ১৬ বছর বয়সে হোমো-সেক্সুয়াল ছিলাম। তারপর আর সমকামী নই। একটা সময় থেকে আমার নারীদের বেশি ভালো লাগে। এখনও ভালো লাগে।’ ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে। দুই দেশের জাতীয় পতাকা অবমাননার ঘটনাও ঘটেছে। সেসময় ফেসবুকে গর্জে উঠে কবীর সুমন বলেছিলেন, ‘পতাকার চেয়ে ভালোবাসা বড়’।

এই মন্তব্যে অনড় তিনি। তারই ব্যাখা দিতে গিয়ে নিজের ছোটবেলার হেমো-সেক্সুয়াল হওয়ার কথা বলেন কবীর সুমন। গায়কের কথায়, ‘আপনি (সাংবাদিক) খুব সুন্দর। আপনাকে আমার ভাল্লাগছে। আপনাকে ভাল্লাগছে মানে কি আমি জানতে চেয়েছি, আপনার দেশ কোথায়? ধরুন আপনি পোল্যান্ডের নাগরিক। তাহলে কি আমাকে পোলান্ডের পতাকা বুকে নিয়ে ঘুরতে হবে? সেই জাগয়া থেকেই আমার বলা,পতাকার চেয়ে ভালোবাসা অনেক বড়।’

বারবার প্রেমে পড়েছেন, বিয়ে করছেন কখনও প্রেমের কারণে, কখনও নিছক বাধ্যবাধকতার কারণে। কিন্তু টেকেনি দাম্পত্য সম্পর্ক।

কবীর সুমন নামে পরিচিত হলেও শিল্পীর আসল নাম সুমন চট্টোপাধ্যায়। ১৯৬৯ সালে প্রথম মার্কিন মুলুকে গিয়ে ভয়েস অফ আমেরিকায় কাজ করার সময়ে তাঁর ঘনিষ্ঠতা বাড়ে ওপার বাংলার মেয়ে সোফিয়া নাজমা চৌধুরীর সঙ্গে। ১০ বছর পর দেশে ফিরে কলকাতায় সংসার পাতেন দুজনে।

শোনা যায়, নাজমাকে বিয়ে করতে ধর্মান্তরিত হন কবীর সুমন। পরে জার্মানি পাড়ি দেন দম্পতি। সেখানে সম্পর্কে ছেদ ধরে তাদের। বিচ্ছেদের পর মারিয়া নামের এক সুন্দরীতে মজেন সুমন চট্টোপাধ্যায়। তবে সেই বিয়েও সুখের হয়নি।

নব্বইয়ের দশকের শেষে মারিয়া সুমনের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন। নতুন শতাব্দীতে নতুন শুরু করেন কবীর সুমন। মারিয়ার সঙ্গে ডিভোর্সের মঞ্জুর হওয়ার আগেই বাংলাদেশের গায়িকা সাবিনা ইয়াসমিনকে বিয়ে করেন। তবে গায়কের অপর দুই স্ত্রীর পরিচয় রহস্যের আড়ালেই রয়েছে। তবে পাঁচটি বিয়ের কথা নিজের মুখেই জানিয়েছেন সুমন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..