1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:৫৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ঈদযাত্রা : ফেরার অনিশ্চয়তা নিয়েই ঢাকা ছাড়ছে মানুষ

  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ২১০ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :: ঈদের মাত্র একদিন বাকি। ঢাকায় ফেরার অনিশ্চয়তা নিয়েই ঘরে ফিরছে মানুষ।

রাজধানীর সব কটি বাস টার্মিনালে ঈদযাত্রায় মানুষের চাপ। তবে ভাড়া ৬০ শতাংশ বেশি দিয়েও পাশাপাশি বসে যাচ্ছেন যাত্রীরা। এক সিট করে খালি রেখে বসার নিয়ম থাকলেও, একই পরিবারের সদস্য হওয়ায় পাশাপাশি বসছেন যাত্রীরা।

কেউ বলছেন, এক আসন খালি রেখে বসলেও, মাঝপথে যাত্রী উঠিয়ে নিয়ে খালি আসন পূরণ করা হচ্ছে। যদিও ভাড়া বেশি নেবার অভিযোগ বরাবরই অস্বীকার পরিবহন সংশ্লিষ্টদের আর পাশাপাশি বসিয়ে নেবার কারণ হিসেবে যাত্রী কম বলে ঘাটতি পূরণে এই পন্থা বলে সাফাই গাইছেন।

মহাসড়কে কমবেশি যানজট থাকায় গন্তব্যে যাওয়া গাড়ি ঢাকায় আসতে বেশ সময় লাগায় টিকিট কাটতে আসা মানুষ ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকছেন।

এদিকে, স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনে সব ধরনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন, কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ।

গত ১৫ ও ১৬ই জুলাই প্রায় ১৭ লাখ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছে বলে জানিয়েছে বিটিআরসি।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..