1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

গ্রাম আদালত কার্যকর ভাবে কাজ করলে জেলা পর্যায় মামলা জট কমবে: জেলা প্রশাসক

  • আপডেট টাইম : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৪২৯ বার পঠিত

স্টাফ রিপোটার: দেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। যা একেবারে প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের দ্বোরগোড়ায় সরকারের সকল সেবা পৌছে দেয়। ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতটিও বিচারিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেননা গ্রামীণ জনপদের একেবারে প্রান্তিক জনগোষ্ঠির মানুষ তাদের ছোট খাটো ফৌজদারী ও দেওয়ানী উভয় ধরনের মামলায় বাড়ির পাশে ন্যায় বিচার পাওয়ার জন্য এই গ্রাম আদালত কাজ করছে। গ্রাম আদালত যদি কার্যকর ভাবে কাজ করে তবে জেলা পর্যায়ের আদালতে মামলার জট বহুলাংশে কমে যাবে।

রবিবার বিকেলে মৌলভীবাজার জেলা প্রশাসকের হলুরুমে জেলা প্রশাসন ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও করণীয় শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মো: ইসরাইল হোসেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মৌলভীবাজার বলেন গ্রাম আদালতের সেবা কার্যক্রমের তথ্য সম্পর্কে তৃণমূলে পৌঁছে দিতে হবে এ জন্য ব্যাপক প্রচার প্রচারণা বৃদ্ধি করতে হবে বিশেষ করে গ্রাম আদালতের সেবা নিয়ে বিচারপ্রার্থীরা যেন সন্তুষ্ট থাকেন সে বিষয়টিকে নজর দিতে হবে। তিনি আরো বলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের গ্রাম আদালত সেবা সম্পর্কে অবগত করতে হবে যাতে করে তারা বিচারপ্রার্থীদের সঠিক সেবা প্রদান করতে পারে পাশপাশি তিনি সভায় উপস্থিত সবাইকে গ্রাম আদালত সেবা সম্পর্কের তথ্য গুলো প্রচার-প্রচারণায় কার্যক্রমে সহযোগীতা করার জন্য পরামর্শ দেন ।


বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প ইপসা সিলেট ও মৌলভীবাজার জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসান এভিসিবি ৩য় পর্যায় প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতি ও প্রকল্পের আওতায় প্রচার-প্রচারণা (আউটরীচ) কার্যক্রমের পরিকল্পনা, লক্ষ্য ও উদ্দেশ্য এবং স্থানীয় পর্যায়ে সরকারি ও বেসরকারি সংস্থা সমূহের ভূমিকা বিষয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে তা উপস্থাপন করেন।
গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের সভা সোমবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমন্বয় সভায় মোঃ আব্দুস সালাম চৌধুরী, উপপরিচালক,স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত) মৌলভীবাজার এর সভাপতিত্বে সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পাশা-পাশি গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভার উদ্দেশ্য সংক্ষিপ্ত বর্ণনা করেন।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুল হক, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর ফরহাত নূর ,উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর মোঃ হাবিবুর রহমান, উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন মোঃ ফারুক আলম, উপ পরিচালক মহিলা অধিদপ্তর শাহেদা আকতার, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক ও মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব শেখ সিরাজুল ইসলাম সিরাজ,ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ ,সহকারী জেলা শিক্ষা অফিসার এবিএম সাইফুদ্দীন ইয়াহিয়া,এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মোঃ মাহবুবুর রহমান রাহেল, নাগরিক টিভির জেলা প্রতিনিধি এ এস কাঁকনসহ সভায় আমন্ত্রিত অতিথি সরকারি ও বেসরকারী উন্নয়ন সংস্থার মৌলভীবাজার জেলার প্রতিনিধিগণ এবং এভিসিবি ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বকারীগণ প্রমুখ ।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..