1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৫:১০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ঘুরে দাঁড়িয়ে বড় জয় কিংসের

  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৭১ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়েছিল বসুন্ধরা কিংস। কিন্তু এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ১৪ মিনিটে ৪ গোল করে বড় জয়ে মাঠ ছাড়ল প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে ৪-১ গোলে হারিয়েছে কিংস। ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই গোল হজম করেছিল স্বাগতিকরা। তপু বর্মনের ব্যাক পাস পেয়ে টুটুল হোসেন বাদশাকে বল বাড়িয়েছিলেন মেহেদী হাসান শ্রাবণ। বাদশা আবার ফিরতি পাস দিলেও গতিহীন বল অবিশ্বাস্যভাবে গোলকিপার শ্রাবণের পায়ের তলা দিয়ে জালে জড়িয়ে যায়।
শুরুর ওই আত্মঘাতী গোলের ধাক্কা অবশ্য ধীরে ধীরে সামলে ওঠে কিংস। এরমধ্যে ৩১তম মিনিটে রাব্বি হোসেনকে ফাউল করে তিয়াস দাস দ্বিতীয় হলুদ কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ফকিরেরপুল। এরপর শুরু হয় কিংসের দফায় দফায় হানা। তবে প্রথমার্ধে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কিংস।
দ্বিতীয়ার্ধের শুরুর ২৪ মিনিটের মতো কিংসকে মোটামুটি ঠেকিয়ে রাখে সফরকারীরা। কিন্তু ৬৯তম মিনিটে থেকে শুরু হয় কিংসের ঘুরে দাঁড়ানো। মজিবুর রহমানের রক্ষণচেরা পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে জালে পাঠিয়ে দেন জোনাথন ফের্নান্দেস। ব্রাজিলিয়ান মিডফিল্ডারের ওই গোলের পর তিন মিনিটের ঝড়ে প্রতিপক্ষকে এলোমেলো করে দেয় কিংস।
৭২তম মিনিটে সোহেল রানা পাস দিয়েছিলেন ফের্নান্দেসকে। কিন্তু বল পেয়ে যান ফয়সাল আহমেদ ফাহিম। যা নিখুঁত কোনাকুনি শটে জালের ঠিকানায় পাঠান এই ফরোয়ার্ড। এরপর ফের্নান্দেসের ফ্লিকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন ফরোয়ার্ড রফিকুল ইসলাম। আর ৮৩তম মিনিটে বাঁ পায়ের কোনাকুনি শটে দলের চতুর্থ গোলটি করেন রাকিব হাসান।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..