শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আব্দুল্লাহিল আমান আযমীকে হত্যার নির্দেশ দিয়েছিলেন পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২৭ জানুয়ারি) হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, এক সেনা কর্মকর্তা সংস্থাটিকে জানান, আমি আর্মিতে আযমীর সহকর্মী ছিলাম। সেজন্য তার শারীরিক অবস্থার অবনতি দেখে মায়া হলো। আমি শেখ হাসিনার কাছে তার মুক্তির জন্য অনুরোধ করতে শুরু করি। কিন্তু তিনি বরাবরই তা প্রত্যাখ্যান করেন। একপর্যায়ে তিনি (শেখ হাসিনা) আযমীকে মেরে ফেলার জন্যও আমাকে পরামর্শ দেন। কিন্তু আমি তেমনটি করিনি। তবে এরপর থেকে তার মুক্তির বিষয়ে কথা বলাই বন্ধ করে দেই।
২০১৬ সালে আটক হন আমান আযমী, মীর আহমাদ বিন কাসেম (আরমান) ও হুম্মাম কাদের চৌধুরী। তারা তিনজনই বিরোধী দলের প্রথম সারির তিন নেতার সন্তান। তাদের বাবাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে পাকিস্তানের সহযোগী থাকার অভিযোগ তুলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত করা হয়েছিল।
এরপর সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মামকে এই শর্তে মুক্তি দেয়া হয়েছিল যে তিনি তার বেআইনি আটকের কথা কাউকে বলবেন না। হাসিনার পতনের পর কেবল হিউম্যান রাইটস ওয়াচের সাথেই দেখা করতে রাজি হয়েছেন হুম্মাম। তিনি জানান, আমি যে ভবনে ছিলাম সেখানে আরো অনেক কক্ষ ছিল। এসব বন্দীদের দ্বারা পূর্ণ ছিল। সেখানে অন্যান্য লোকও ছিল।
প্রতিবেদনে জামায়াত নেতা মীর কাসেম আলীর ছেলে মীর আহমদ বিন কাসেমের (আরমান) কথাও উল্লেখ করা হয়েছে। তিনি তার বাবার আইনজীবী দলের নেতৃত্ব দিচ্ছিলেন। ফলে ২০১৬ সালের ৯ আগস্ট তাকে স্ত্রী, বোন এবং সন্তানদের সামনে থেকে তুলে নিয়ে যান সাত-আটজন কর্মকর্তা। এ সময় তিনি নিজের গ্রেফতারি পরোয়ানা দেখাতে বলেন। কিন্তু কর্মকর্তারা তা প্রত্যাখ্যান করে বাড়ি থেকে টেনে বের করে নিয়ে যান। তিনি এর প্রতিবাদ করলে এক কর্মকর্তা বলেন, দয়া করে আমাদেরকে আপনার সাথে নিষ্ঠুর আচরণ করতে বাধ্য করবেন না।
আরমানের ঘটনার সাথে জড়িত এক কর্মকর্তা দুঃখ প্রকাশ করে বলেন, ‘তিনি আশঙ্কা করেন যে আদেশ অমান্য করলে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে।’ গুমের সাথে জড়িত আরেক শীর্ষ কর্মকর্তা আরমানের বিষয়ে বলেন, ‘এ ধরনের সিদ্ধান্ত রাজনৈতিক এবং সর্বোচ্চ পর্যায় থেকেই নেয়া হয়।’
ওই কর্মকর্তা জানান, যখন তিনি তার ইউনিটে যোগদান করেছিলেন, তখন তাকে বলা হয়েছিল যে আরমান, আযমী এবং হুমাম কাদের চৌধুরী বিরোধী দলের প্রথম সারির তিন নেতার সন্তান। তাদের মুক্তি দেয়ার যেকোনো সিদ্ধান্ত শেখ হাসিনাকেই নিতে হবে।