1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু

  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৬৮ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। হোয়াইট হাউসে তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
নেতানিয়াহুর দপ্তর বলেছে, ৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করবেন। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ট্রাম্প ফেরার পর নেতানিয়াহুই প্রথম কোনো আমন্ত্রিত সরকারপ্রধান।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা যুক্তরাষ্ট্রে বিবিসির সহযোগী সিবিএস নিউজকে জানান, আগামী সপ্তাহের শুরুর দিকেই ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যকার বৈঠক হবে। তবে দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।
সোমবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, নেতানিয়াহু শিগগিরই ওয়াশিংটনে তার সঙ্গে দেখা করতে আসবেন। তবে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেননি মার্কিন প্রেসিডেন্ট।
ইসরায়েল ও হামাস চুক্তিতে পৌঁছানোর পর ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রাথমিকভাবে ছয় সপ্তাহের যুদ্ধ বিরতি চলছে। ঠিক এমন সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করতে যাচ্ছেন।
যুদ্ধবিরতি চুক্তির খবর সামনে এলে ট্রাম্প এই চুক্তির কৃতিত্ব দাবি করেন। ট্রুথ সোশ্যালে তিনি যুদ্ধবিরতি চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দেন। সেখানে তিনি বলেন, গত নভেম্বরে তার জয়ের কারণেই চুক্তিটি হয়েছে।
গত সপ্তাহে ট্রাম্প বলেন, তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের মিসর ও জর্দান পাঠাতে চান। তার এমন আকাঙ্ক্ষার তীব্র বিরোধিতা করছেন গাজার ফিলিস্তিনিরা। ঠিক এমন পরিস্থিতিতে হোয়াইট হাউসে ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
হামাস ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ ট্রাম্পের প্রস্তাবের নিন্দা জানিয়েছে। জর্দান ও মিসরও তার পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..