বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল ভয়াবহ সামরিক অভিযান চালাচ্ছে। মঙ্গলবার এক অভিযানে ফিলিস্তিনি তরুণ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তুলকারেম শহরের কাছেই একটি আবাসিক অঞ্চলে এ অভিযান চলে।
গাজায় যুদ্ধবিরতি শুরুর পর থেকে পশ্চিম তীরে তৎপরতা বাড়িয়েছে ইসরায়েল। সেখানে নিয়মিতভাবেই সামরিক অভিযান চলছে। মঙ্গলবারের অভিযানে নিহত তরুণের নাম আয়মান ফাদি কাসিম নাজি।
বার্তাসংস্থা বুধবার ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটিকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে জানায়, ইরতাহ শহরতলীতে ওই তরুণ ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী নাজিকে মঙ্গলবার রাতে আটক করে। পরে তার মরদেহ রেড ক্রিসেন্টের কাছে হস্তান্তর করে।
স্থানীয় বাসিন্দারা জানান, ইসরায়েলি বাহিনী ওই অঞ্চলে বেশ কয়েকটি বাড়ি ঘেরাও করে। তারা গুলির আওয়াজ শুনতে পান। অভিযান চলাকালে আরও সেনা মোতায়েন করা হয়। তখন নাজি গুলিবিদ্ধ হন। তারা জানান, নাজিকে মেডিকেল টিম উদ্ধার করতে পারেনি। ইসরায়েলি বাহিনী তাকে মৃত্যু পর্যন্ত আটকে রাখে।
জেনিনে ইসরায়েলের ভয়াবহ সামরিক অভিযান দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে। অভিযান পশ্চিম তীরের উত্তর দিকেও বিস্তৃত হচ্ছে। ইসরায়েলি বাহিনী সেখানে আহত ফিলিস্তিনিদের চিকিৎসা দিতে বারবারই অস্বীকৃতি জানিয়ে আসছে।