1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ফ্যাসিস্ট আ.লীগের দুর্নীতি লুটপাটসহ সকল অপকর্ম জাতির কাছে তুলে ধরতে হবে -নাসের রহমান

  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৭১ বার পঠিত

বড়লেখা প্রতিনিধি : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র সাবেক এমপি এবং মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান বলেছেন, পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের জুলুম নির্যাতন, দুর্নীতি-লুটপাটসহ তাদের সকল অন্যায় অপকর্মের খতিয়ান জাতির কাছে তুলে ধরতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘আগামীতে দলের নেতৃত্বে মেধাবী, সৎ ও আদর্শবানদের বসানোর আহবান জানিয়েছেন। আমাদের দলকে আরও সমৃদ্ধ করতে হবে। রাষ্ট্র থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচার বাংলাদেশকে লুটপাট করে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দিয়ে গেছে। সেজন্যই কাজের লোকদের বের করে এনে দলের দায়িত্ব দিতে হবে।’ তিনি বুধবার দুপুরে বড়লেখায় নবগঠিত উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ গঠনে কাউন্সিল আয়োজনের লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এম নাসের রহমান দলীয় নেতৃবৃন্দকে তারেক রহমানের কঠোর বার্তা শুনিয়ে আরো বলেন, দলের নাম ভাঙিয়ে কোনো নেতাকর্মী মানুষের আস্থা নষ্ট করলে তাকে আমরা নিজের ভাবতে পারব না। কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কোন নমনীয় হওয়া যাবে না। সাবেক এমপি এম নাসের রহমান আরো বলেন, ‘আমাদের দলের সংস্কারের ৩১ দফা রূপরেখা আরও গভীরভাবে সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে হবে। আমরা জাতির কাছে ম্যাসেজ দিতে চাই যে, আগামীর বাংলাদেশ নতুন বাংলাদেশ। জুলাই-আগষ্টের শহিদদের প্রত্যাশার সঙ্গে মিল রেখে কাজ করতে হবে। আমাদের নিয়ে কেউ যাতে সমালোচনার সুযোগ না পায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।’ উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নছিব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, বকশি মিছবাউর রহমান, নাসির উদ্দিন আহমদ মিঠু, আব্দুল হাফিজ। অন্যদের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান খছরু, সদস্য আলাল উদ্দিন, জাহিদুল ইসলাম মামুন, অধ্যাপক আব্দুস শহীদ খান, আব্দুল কুদ্দুছ স্বপন, পৌর বিএনপির আহ্বায়ক মীর মখলিছুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য ও প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, আব্দুল হাফিজ ললন, আব্দুল মালিক প্রমুখ বক্তব্য দেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..