শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : রাজনৈতিক ও বাণিজ্যিক দখলদারিত্বের মতোই দেশে ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনের ষোলকলা পূর্ণ হয়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। কনসার্ট থেকে শুরু করে চলচ্চিত্র, সর্বমহলে বাংলাদেশ যেন পরিণত হয়েছিল ভারতীয় শিল্পীদের রমরমা বাজার। তবে গেল ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই চিত্র পাল্টে গেছে। এই সময়ে দেশে বেশ কয়েকটি বড় বড় কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।
যেখানে দেশি-বিদেশি শিল্পীরা অংশ নিয়েছেন। এসব আয়োজনে বেড়েছে পাকিস্তানি শিল্পীদের কদরও।
বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বেশ কিছুদিন ওপেন এয়ার কনসার্ট আয়োজন ছিল সীমিত। সময়ের পরিক্রমায় সেটা এখন বেড়েছে।
তবে শীত মৌসুমে কনসার্টের সংখ্যা কিছুটা বেশি। কারণ শুকনো আবহাওয়ার কারণে এ সময় মুক্ত জায়গায় কনসার্ট করা সহজ। তাই আয়োজক ও শিল্পীরাও এ সময়টাকে ওপেনএয়ার কনসার্টের জন্য বেছে নেন। এসব কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায়।
এতে অংশ নিচ্ছেন দেশের শিল্পীদের পাশাপাশি বিদেশি শিল্পীরা। তবে লক্ষণীয় ব্যাপার হচ্ছে, এসব কনসার্টে বেড়েছে পাকিস্তানি শিল্পীদের কদর।
গেল বছরের আলোচিত কনসার্ট ছিল ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’। দেশের পট পরিবর্তনের পর এটিই ছিল প্রথম বড় কোনো আয়োজন।
কনসার্টটি ২৭ সেপ্টেম্বর পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের পাশে ঢাকা এরিনায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কনসার্ট শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে সেটা স্থগিত করা হয়। জরুরি সংবাদ সম্মেলন করে ওইদিন রাতেই জানানো হয় কনসার্টটি ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে পরদিন কনসার্টটি হয়। সেখানের মূল আকর্ষণ ছিল পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’। শিল্পী গওহর মুমতাযের গানে সেদিন মুগ্ধ হয়েছিল আগত শ্রোতারা। এর আগে ২০১০ সালে ঢাকায় প্রথম গান করেছিল ব্যান্ডটি। ১৪ বছর পর আবারও দ্বিতীয়বার গান শোনাল ঢাকার শ্রোতাদের।
এদিকে গেল বছর ঢাকার শ্রোতাদের গান শোনাতে দুইবার আসে পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। গত বছরের এপ্রিলে ‘লেটস ভাইভ’ নামে এক আয়োজনে গান করেন তিনি। এটি রাজধানীর বসুন্ধরার ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। এরপর ২৯ নভেম্বর আবারও রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ শিরোনামের কনসার্টে অংশ নেন এ শিল্পী। এর আগে ২০১৩ সালে প্রথমবার ঢাকায় এসেছিলেন আতিফ। সেসময় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন। এরপর ২০১৬ সালে ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’-এ দ্বিতীয়বার অংশ নেন। সব মিলিয়ে বাংলাদেশে মোট চারবার সফর করে গান শোনান এ শিল্পী। আতিফের সঙ্গে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ শিরোনামের কনসার্টে ২৯ নভেম্বর অংশ নেন পাকিস্তানের আরেক শিল্পী আব্দুল হান্নান। তরুণ এ শিল্পীর এটিই ছিল প্রথম ঢাকা সফর। দর্শক-শ্রোতাদের তার জনপ্রিয় কয়েকটি গান শুনিয়ে মুগ্ধ করেন তিনি। এটিই ছিল এ শিল্পীর ক্যারিয়ারে সর্বোচ্চ দর্শক নিয়ে করা কোনো লাইভ শো। কনসার্টে এ শিল্পী তার মুগ্ধতা ও ভালোবাসার কথা জানান।
গেল বছরের ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে গান পরিবেশন করেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফাতেহ আলী খান। ‘ইকোস অব রেভল্যুশন’ শিরোনামে একটি চ্যারিটি কনসার্টে গান করেন তিনি। এরপর বিপিএল উদ্বোধনী আয়োজনেও গান পরিবেশন করেন এ শিল্পী। সর্বশেষ ঢাকা মাতিয়ে যায় পাকিস্তানের আরেক ব্যান্ড ‘কাভিশ’। ২৪ জানুয়ারি রাজধানীর সেনাপ্রাঙ্গণে ‘ঢাকা ড্রিমস : কাভিশ লাইভ ইন কনসার্ট’ শিরোনামের আয়োজনে গান শোনান তারা। দুই দিন পারফর্ম করার কথা থাকলেও পরে একদিন গান শুনিয়ে ফিরতে হয় দলটিকে। এটিই ছিল এ দলের প্রথম ঢাকা সফর।
এদিকে আরও এক পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদ প্রথমবার বাংলাদেশে গান শোনাতে আসছেন বলে জানা গেছে। মেলোডি অ্যান্ড মাইন্ড কমোনিকেশনের আয়োজনে ‘মেলোডি আনলিশড’ শিরোনামের এক কনসার্টে গাইবেন তিনি। এটি ৭ ফেব্রুয়ারি রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।