1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

কুলাউড়ায় পাঁচ শতাধিক শীতার্তদের মাঝে কেন্দ্রীয় কাজী সমিতির শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৭৬ বার পঠিত
oplus_0

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিষ্ট্রার সমিতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ২৮ জানুয়ারি বিকেলে উপজেলার বরমচাল ইউনিয়নের সিঙ্গুর কাজী বাড়িতে কেন্দ্রীয় কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী একেএম বদরুল হকের সার্বিক ব্যবস্থাপনায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। কেন্দ্রীয় কাজী সমিতির নির্বাহী সভাপতি কাজী মাওলানা ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সিলেট জেলা কাজী সমিতির সভাপতি জয়নুল ইসলাম জয়নুলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কাজী সমিতির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ইসলামী ফাউন্ডেশনের গভর্নর প্রিন্সিপাল মাওলানা শাহ নেছারুল হক। প্রধান আলোচক ছিলেন সমিতির কেন্দ্রীয় মহাসচিব, জাতীয়তাবাদী উলামা দলের কেন্দ্রীয় আহবায়ক কাজী মাওলানা সেলিম রেজা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কাজী সমিতির সহ-সভাপতি কাজী মাওলানা সামসুদ্দিন হেলালী, যুগ্ম মহাসচিব কাজী মাওলানা জাকির হোসেন, শ্রীপুর জালালিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মো. শামছুল হক, কাজী সমিতি বরিশাল বিভাগের সভাপতি কাজী মাওলানা ফারুক-ই-আজম, নরসিংদী জেলা সভাপতি কাজী মাওলানা আলতাফ হোসেন, চাঁদপুর জেলা সভাপতি কাজী মাওলানা ফজলুল কবির, কিশোরগঞ্জ জেলা সভাপতি কাজী মাসউদুল আলম হারুন, রংপুর বিভাগের নির্বাহী সভাপতি কাজী মাওলানা আব্দুস সালাম, কিশোরগঞ্জ জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী এম. এ মান্নান, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা ওয়ালী উল্ল্যা রব্বানী, কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি কাজী মাওলানা আব্দুল বাকী, রাজশাহী বিভাগের সভাপতি কাজী মাওলানা নুরুল আলাম, সুনামগঞ্জ জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী মাওলানা ফখর উদ্দিন
যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাওলানা জমিরুল ইসলাম মোমতাজ, মৌলভীবাজার জেলা কাজী সমিতির সভাপতি কাজী সিরাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী মাওলানা বদরুল ইসলাম। বক্তব্য দেন
কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল। এসময় মৌলভীবাজার জেলা, কুলাউড়া উপজেলাসহ বিভিন্ন উপজেলা কাজী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আয়োজক কেন্দ্রীয় কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী এ কে এম বদরুল হক জানান, কাজী সমিতির আয়োজনে বুধবার দিনব্যাপী শ্রীপুর এতিমখানা, কাজী বাড়ি ও সিরাজনগর চা-বাগানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সন্ধা ছয়টায় কেন্দ্রীয় কাজী সমিতির সাথে জেলা কাজী সমিতি ও কুলাউড়া কাজী সমিতির মতবিনিময় অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার উপজেলার শরীফপুর ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হয়। এরআগেও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগসহ গত বন্যায়ও বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে কাজী সমিতি।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..