সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০২:১৩ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: বরিশাল ‘কঠোরতম লকডাউনের’ ২য় দিনে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। সকাল থেকেই নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছেন সংশ্লিষ্টরা। এসময় স্বাস্থ্যবিধি না মানায় ১ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ (শনিবার ২৪ জুলাই) সকাল থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।
অভিযানে বেলা সাড়ে ১১ টার দিকে বরিশালের অনামি লেনের দুই ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৫শ টাকা করে জরিমানা করে তাৎক্ষণিক তা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটট রয়া ত্রিপুরা। মুনশি কাগজ ঘর এবং হাজী হাবিব এন্টারপ্রাইজকে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অপরদিকে বেলা পৌনে ১২ টার দিকে নগরীরর ফকির বাড়ি রোড এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস। এসময় স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ না করায় খান মেডিকেল হলের স্টাফকে ১ হাজার টাকা জরিমানা করেন তিনি। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করছেন বিএমপির সদস্যরা।
অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন সূত্র।