1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

বরিশালে ‘কঠোরতম লকডাউন‘ পালনে কঠোর অবস্থানে প্রশাসন

  • আপডেট টাইম : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৬০৬ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :: বরিশাল ‘কঠোরতম লকডাউনের’ ২য় দিনে কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। সকাল থেকেই নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছেন সংশ্লিষ্টরা। এসময় স্বাস্থ্যবিধি না মানায় ১ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ (শনিবার ২৪ জুলাই) সকাল থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

অভিযানে বেলা সাড়ে ১১ টার দিকে বরিশালের অনামি লেনের দুই ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৫শ টাকা করে জরিমানা করে তাৎক্ষণিক তা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটট রয়া ত্রিপুরা। মুনশি কাগজ ঘর এবং হাজী হাবিব এন্টারপ্রাইজকে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অপরদিকে বেলা পৌনে ১২ টার দিকে নগরীরর ফকির বাড়ি রোড এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস। এসময় স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ না করায় খান মেডিকেল হলের স্টাফকে ১ হাজার টাকা জরিমানা করেন তিনি। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করছেন বিএমপির সদস্যরা।

অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন সূত্র।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..