1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ভারতের কারণে চ্যাম্পিয়নস ট্রফিতে থাকছে না উদ্বোধনী অনুষ্ঠান

  • আপডেট টাইম : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৯ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে মাঠে গড়াবে হাইব্রিড মডেলে। কারণ পাকিস্তানের মাটিতে খেলতে যাবে না ভারত। এমনকি আসর শুরুর আগে অধিনায়কদের নিয়ে আনুষ্ঠানিক যে ফটোসেশন হওয়ার কথা ছিল সেখানেও যেতে রাজি হননি ভারত অধিনায়ক রোহিত শর্মা। অবশেষে এই অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এমনকি এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে থাকছে না কোনো উদ্বোধনী অনুষ্ঠানও। ক্রিকেট ভিত্তিক ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজ এই তথ্য নিশ্চিত করেছে।
অধিনায়কদের অনুষ্ঠানটি অবশ্য করতে চেয়েছিল পিসিবি। কিন্তু রোহিতসহ একাধিক অধিনায়ককে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। যেই তালিকায় আছেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার অধিনায়কও।
ক্রিকবাজ বলছে, ইসিবি ও ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের সফরসূচি চূড়ান্ত করেছে। সে সূচি অনুযায়ী ইংল্যান্ড ১৮ ফেব্রুয়ারি ও অস্ট্রেলিয়া ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে যাবে। যেখানে চ্যাম্পিয়নস ট্রফি শুরুই হবে ১৯ ফেব্রুয়ারি।
ফিক্সিংয়ের অভিযোগ, বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ইংল্যান্ড বর্তমানে ভারত সফরে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলছে। এই সিরিজ শেষে দলকে ৭ দিনের বিশ্রাম দিতে চায় ইসিবি।
শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ শেষ হবে ১৪ ফেব্রুয়ারি। পাকিস্তানে যাওয়ার আগে তারাও পাচ্ছে ৪ দিনের বিশ্রাম। এমনকি তারা পাকিস্তানে প্রস্তুতি ম্যাচও খেলবে না। প্রতিটি দলের দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ ছিল। তবে তারা সরাসরি চ্যাম্পিয়নস ট্রফিতেই খেলতে চাইছে।
উদ্বোধনী অনুষ্ঠানও ঠিক একই কারণে হবে না। আইসিসির একজন কর্মকর্তা বলেছেন, পিসিবি ও আইসিসির আগ্রহ থাকার পরও ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া যথাযথ সময়ে না আসায় উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না।
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ০৯ মার্চ পর্দা নামবে টুর্নামেন্টটির। আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান। ম্যাচটি হবে করাচিতে। এ ছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৩ ফেব্রুয়ারি। এই ম্যাচটি হবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে।
টুর্নামেন্ট শুরুর একদিন পর তথা আগামী ২০ ফেব্রুয়ারি শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। ৮ দলের টুর্নামেন্টে সর্বমোট ১৫ টি ম্যাচ হবে। আয়োজক পাকিস্তানের তিনটি মাঠ ছাড়াও নিরপেক্ষ ভেন্যু হিসেবে থাকছে দুবাই।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..