শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২২ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : পাকিস্তানের ক্রিকেটাররা নায়িকাদের হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামে খুদেবার্তা (মেসেজ) পাঠান, এমন কথা শোনা যাচ্ছে অনেক আগে থেকেই। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন পাকিস্তানের অলরাউন্ডার শাদাব খান।
শাদাব এমন একটি বিষয় নিয়ে কথা বললেন যেখানে গত বছর পাকিস্তানের বিখ্যাত টিকটকার শাহতাজ খান দাবি করেছিলেন, শাদাবের সঙ্গে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে কথা হতো তার। এমনকি পাকিস্তানি ক্রিকেটারকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন তিনি। যদিও শাদাব দুই বছর আগেই পাকিস্তানের সাবেক ক্রিকেটার সাকলাইন মুশতাকের মেয়ে মালাইকাকে বিয়ে করেছিলেন। তাই শাহতাজের দাবি উড়িয়ে দিয়েছেন তিনি।
তারকা এই অলরাউন্ডারের বিয়ে নিয়ে হতাশাও প্রকাশ করেছিলেন শাহতাজ। তিনি বলেছিলেন, ‘তিনি (শাদাব) যখন বিয়ে করেন, আমি হতাশ হয়ে পড়ি। আমার মনে হয় এটা স্বাভাবিক, আপনার পছন্দের কেউ বিয়ে করলে এটা হবেই। আমি তার সঙ্গে তার বিয়ের আগমুহূর্তেও তার সঙ্গে কথা বলেছি কিন্তু সে যে বিয়ে করতে যাচ্ছে সে সম্পর্কে কোনো ধারণা ছিল না।’
শাদাব মনে করেন, ক্রিকেটাররা যে নায়িকাদের মেসেজ পাঠান বিষয়টিতে কোনো দোষ নেই। এমনকি এগুলো নিয়ে ড্রেসিংরুমেও আলোচনা হয়। কিন্তু আলোচনায় আসার জন্য বেশিরভাগ সময়ই এসব অভিনেত্রীরা বিষয়গুলোকে অনেক বাড়িয়ে বলেন।
জিও নিউজের ‘হাসনা মানা হ্যায়’ নামক একটি অনুষ্ঠানে শাদাবকে একজন ভক্ত জিজ্ঞেস করে বসেন, `বেশিরভাগ অভিনেত্রী দাবি করেন যে ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কাছে মেসেজ পাঠান, আপনি কি কখনো কাউকে মেসেজ দিয়েছেন?’
উত্তরে পাকিস্তানের এই অলরাউন্ডার বলেন, ‘যদি ক্রিকেটাররা মেসেজ পাঠিয়েও থাকেন, এতে সমস্যা কোথায়? সবারই (নায়িকাদের) ব্লক করার সুযোগ আছে, পছন্দ না হলে উত্তর দেবে না তারা। যদিও তারাও মেসেজের উত্তর দেয় এবং আগ্রহ দেখায় যে তারাও কথা বলতে আগ্রহী।’