রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি : সংবাদ প্রকাশের জেরে হামলার শিকার আনন্দ বাজার পত্রিকার মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি রাজন আবেদীন রাজু। আহত রাজন আবেদীন রাজুকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় রাজন আবেদীন রাজু বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শুক্রবার (৩১জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন। এর আগে শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলা সদর ইউনিয়নের উত্তর বালিগাঁও গ্রামে অবস্থানকালে হামলার শিকার হন তিনি।
সাংবাদিক রাজন আবেদীন রাজু জানান, কমলগঞ্জ উপজেলার রাজটিলা গ্রামের ইব্রাহিম মিয়া গত দুইদিন আগে হবিগঞ্জ শহরে ছিনতাইকালে জনতার হাতে আটক হওয়ার বিষয়ে স্থানীয় ও জাতীয় পত্রিকাসহ Birth মিডিয়ায় নিউজ ও ভিডিও প্রচার হয়। আমি “দৈনিক আনন্দ বাজার” জাতীয় পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি হিসেবে উক্ত সংবাদ ও ভিডিও প্রচার করিলে উল্লেখিত বিবাদীগণ আমার উপর আক্রোশান্বিত হয়ে আমাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাণে হত্যার হুমকি প্রদানসহ গালি-গালাজ করতে থাকেন।
তিনি বলেন, আমি সংবাদ সংগ্রহের কাজে পশ্চিম বাঘমারা যাওয়ার পথে ঘটনাস্থলে পৌছা মাত্র সমূহ বিবাদীগণ আমার পথ রোধ করে আমাকে অশ্লিল ভাষায় গালি-গালাজ করতে থাকেন। আমি বিবাদীদের গালি-গালাজের প্রতিবাদ করিলে সমূহ বিবাদীগণ আমাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে আক্রমন করে। আমি প্রাণ বাঁচাতে ডাক-চিৎকার করলে স্থানীয়রা আমাকে রক্ষা করেন। বিবাদীগণ যাওয়ার সময় পরবর্তীতে সুযোগমত আমাকে পেলে প্রাণে হত্যা করিবে মর্মে হুমকি প্রদর্শন করে। আমি বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক, সদস্য সচিব ও সংবাদ কর্মীদেরকে অবগত করে বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করি।
এ ঘটনায় কমলগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা ওসি সৈয়দ ইফতেখার হোসেন এর সঙ্গে দেখা করে সন্ত্রাসী ইব্রাহিম মিয়াসহ জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য দাবি জানান।
এদিকে সাংবাদিক রাজন আবেদীন রাজু ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।
কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, এ ঘটনায় সাংবাদিক রাজন আবেদীন রাজু একটি অভিযোগ জমা দিয়েছেন। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।