শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য তোফায়েল আহমদ জামিলকে শুক্রবার মধ্যরাতে পুলিশ গ্রেফতার করেছে। সে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবাদুর রহমান বাপ্পীর গত বছরের ৯ সেপ্টেম্বর থানায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় ৮ নম্বর আসামি ও পৌরশহরে গাজিটেকা এলাকার মৃত আলা উদ্দিন আলাই ডিলারের ছেলে।
থানার ওসি মো. আব্দুল কাইয়ুম জানান, গ্রেফতার যুবলীগ নেতা তোফায়েল আহমদ জামিলকে শনিবার বিকেলে আদালতের মাধ্যামে কারাগারে পাঠিয়েছেন।