1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

বিপিএলে ‘ঢাকা’র ভরাডুবির, আগামীতে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন শাকিব খানের

  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : ‘যারা আমাকে পছন্দ করেন তারা হয়তো জেনে থাকবেন, আপনাদের নিঃস্বার্থ ভালোবাসায় আমি কখনও হারি না; হয় জিতি না হয় শিখি! হয়তো আগামীতে আমরা আরও শক্তিশালী, আগ্রাসী এবং জয়ের জন্য আরও প্রস্তুত দেখতে পাবেন। ’ এ কথাগুলো বলছিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।

নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল কিনেছিলেন ঢাকাই সুপারস্টার শাকিব খান। তবে মাঠে তার দল ‘ঢাকা ক্যাপিটালস’ তেমন বাজিমাত করতে পারেনি। গ্রুপ পর্বেই তাদের ভরাডুবি হয়। পয়েন্ট তালিকাতেও তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করে ঢাকা ক্যাপিটালস। তবে এরপরও মন খারাপ না করে এভাবেই হাল না ছাড়ার বার্তা দিলেন শাকিব খান।

তিনি বলেন, এবারের বিপিএলে আমরা ঢাকা ক্যাপিটালস দল নিয়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলাম। এটি আমাদের জন্য যেমন নতুন অভিজ্ঞতা ছিল, তেমনি ছিল নতুন চ্যালেঞ্জ। প্রথমবার ক্রিকেটের এমন আসরে অংশ নিয়ে আমরাও ভালো করার চেষ্টা করেছি। যেহেতু এবারই শুরু, তাই সবদিক থেকে নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি।

আগামীতে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের কথা জানিয়েছেন শাকিব খান। তার ভাষ্য, ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, সমর্থক ও স্পন্সর হিসেবে যারা যুক্ত ছিলেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা, সমর্থন, আর বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। আসুন আগামীতে সবাই মিলে ঢাকা ক্যাপিটালসকে চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখি এবং সেটাকে বাস্তবে রূপ দেই।
প্রসঙ্গত, শাকিবের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস শুরুতে আলোড়ন তৈরি করেছিল। তবে মাঠের পারফরম্যান্সে সাড়া ফেলতে পারেনি। প্লে-অফ থেকেই ছিটকে যায় দলটি।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..