মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৬ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ইউএনও তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী প্রীতম সিকদার জয়, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল, উপজেলা সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, দাসেরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রঞ্জন দাস প্রমুখ।