বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন
বড়লেখা প্রতিনিধি : বড়লেখা উপজেলা প্রশাসন আয়োজিত দুইদিন ব্যাপি ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সভা বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। ইউএনও তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনি ও পুরস্কার বিতরণের সভায় প্রধান অতিথির বক্তব্য ও বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন অতিরিক্ত সিলেট বিভাগীয় কমিশনার (রাজস্ব) দেবজিৎ সিংহ। অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম হাফেজ বিন রাশেদুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মিসবাহ উদ্দিন আফজল, উপজেলা সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, ইটাউরী হাজী ইফনুছ মিয়া মেমোরিয়েল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন, পাথারিয়া ছোটলেখা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন প্রমুখ।