বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট :: রাজধানীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে যে তিনটি ‘বোমা সদৃশ’ বস্তু পাওয়া গেছে, সেগুলো নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আযম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ফার্মগেট আনন্দ সিনেমা হলের পশ্চিম পাশের লেগুনা স্ট্যান্ডের ফুটপাতে পড়ে থাকা একটি কালো ব্যাগের মধ্যে তিনটি ‘ককটেল’ দেখতে পায় শের-ই-বাংলা নগর থানা পুলিশ।
পরে ডিএমপির বোম্ব ডিস্পোজাল ইউনিট সেগুলো আগারগাঁও বাণিজ্য মেলার খোলা মাঠে নিয়ে নিষ্ক্রিয় করে ফেলে। উদ্ধারকৃত তিনটি জর্দার কৌটার মধ্যে বারুদ ছিল।
এর আগে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন কলের মাধ্যমে আনন্দ সিনেমা হলের পশ্চিম পাশে ‘বোমা সদৃশ’ বস্তু পড়ে থাকার তথ্য পায় পুলিশ।