বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : গত কয়েকমাস ধরে দাবি আদায়ে রাস্তায় নামার জোয়ার চলছে। প্রতিদিন কোনো না কোনো দাবি নিয়ে শাহবাগ অবরোধ করছে বিভিন্ন গ্রুপ। আর এতে করে পুরো রাজধানী যানজটে স্থবির হয়ে পড়ে। চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী।
এদিকে চার দফা দাবি আদায়ে ঢাকার শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। রবিবার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনের সড়ক অবরোধ করেন তারা। এ সময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন তারা।
সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের সমন্বয়ক মো. সাকিব মাহমুদ জানান, “বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জুলাই বিপ্লব সংগঠিত হলেও ম্যাটস শিক্ষার্থীর দীর্ঘদিনের বৈষম্যের অবসান হয়নি। এই বৈষম্য অবসানের লক্ষ্যে গত ২২ জানুয়ারি চার দফা দাবিতে শিক্ষার্থীরা ঢাকার শাহবাগে গণজমায়েত করলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ৭ কার্যদিবসের মধ্যে দাবি পূরণের লিখিত প্রতিশ্রুতি দেন। কিন্তু তার দৃশ্যমান কিছুই বাস্তবায়ন হয়নি।
ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ যে দাবিতে আন্দোলন করছে সেগুলো হলো—১২ বছরের বেশি সময় ধরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অধিদপ্তরের শূন্যপদে বন্ধকৃত নিয়োগ অতিদ্রুত সচল করতে হবে এবং কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা দেওয়ার লক্ষ্যে উপসহকারী মেডিকেল অফিসার পদ সৃষ্টি করতে হবে, প্রতিষ্ঠানের নাম পরিবর্তন, কোর্সের নাম পরিবর্তনসহ ২০২১ সালের কোর্স কারিকুলামের ত্রুটি ও অসঙ্গতি সমাধান করে নতুন ইন্টার্ন লগবুক দিতে হবে, বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষা এবং প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড খসড়া আইনের নাম পরিবর্তনসহ প্রস্তাবিত সব ধারায় সংশোধনীসহ বাস্তবায়ন করতে হবে।