বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক :: টেস্টে ধারাবাহিক ব্যর্থতার ধাক্কা কাটিয়ে ওয়ানডেতে রানে ফিরেছেন রোহিত শর্মা। গতকাল কটকে তার ব্যাটে দেখা গেছে সেই বিধ্বংসী রূপ।
খেলেছেন ৯০ বলে ১১৯ রানের ঝোড়ো ইনিংস।
ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পথে ৭টি ছক্কা হাঁকিয়েছেন রোহিত। আর তাতে ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন ভারতীয় অধিনায়ক। ওয়ানডেতে তার ছক্কার সংখ্যা ৩৩৮টি। তার সামনে আছেন একবল শহীদ আফ্রিদি।
রোহিত দুইয়ে উঠে আসায় তিনে নেমে গেছেন ক্রিস গেইল। গতকাল ইংলিশদের বিপক্ষে মাঠে নামার আগে দুজনের ছক্কা ছিল সমান ৩৩১টি। ভারতের ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে ছক্কা মেরে ক্যারিবীয় কিংবদন্তিকে পেছনে ফেলেন রোহিত।
রোহিত ৩৩৮ ছক্কা মেরেছেন ২৫৯ ইনিংসে ১১ হাজার ৮৫২ বল খেলে। আর ৩৩১ ছক্কা হাঁকাতে গেইলের লেগেছিল ২৯৪ ইনিংসে ১২ হাজারের বেশি বল।
তবে তাদের দুজনের চেয়ে কম বল খেলে রেকর্ড গড়েছেন শহীদ আফ্রিদি। পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার ৩৬৯ ইনিংসে ৬ হাজার ৮৯২ বল খেলেই ছক্কা হাঁকিয়েছেন ৩৫১টি। আর মাত্র ১৩ ছক্কা মারলেই আফ্রিদিকে ছুঁয়ে ফেলবেন রোহিত।
ওয়ানডে ইতিহাসে এই তিনজনের ঝুলিতেই কেবল ৩০০-এর বেশি ছক্কা আছে। তালিকার চারে আছেন শ্রীলঙ্কার কিংবদন্তি অলরাউন্ডার সনথ জয়সুরিয়া। তার নামের পাশে আছে ২৭০টি ছক্কা।