1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:৩২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

সিটির সঙ্গে লড়াই ‘এল ক্লাসিকো’র মতোই কঠিন হবে: আনচেলত্তি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৪ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটিকে মোকাবেলা করা রিয়াল মাদ্রিদের জন্য হয়ে উঠেছে নিয়মিত। প্রতি মৌসুমে সেমিফাইনাল অথবা কোয়ার্টার ফাইনালে দেখা হয়ে যাচ্ছে এই দুদলের।
এবারও হয়েছে সেটি। তাইতো এই ম্যাচকে ‘এল ক্লাসিকো’র মতোই দেখছেন কার্লো আনচেলত্তি।
২০২২ ও ২০২৪ সালে ম্যানচেস্টার সিটিকে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। তাদের সবচেয়ে দুর্দান্ত প্রত্যাবর্তনের মধ্যে এই ম্যাচগুলোও থাকবে। তবে ২০২৩ সালে হারতে হয়েছে স্প্যানিশ ক্লাবটিকে। আর এই মৌসুমে অবস্থা ভালো যাচ্ছে না রিয়ালের। ইনজুরিতে আছেন দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার এদার মিলিতাও, দানি কার্ভাহাল, আন্তনিও রুডিগার ও দাভিদ আলাবার মতো তারকারা।
যদিও লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে। তবে পারফরম্যান্স ভালো যাচ্ছে না দলটির। অপরদিকে একই অবস্থা সিটির। লিগ টেবিলের পঞ্চম স্থানে থাকা দলটি এই মৌসুমে কষ্ট করে যাচ্ছে। তারপরও এই দলকে সহজভাবে নিচ্ছে না আনচেলত্তি। কঠিন হবে তাদের বিপক্ষে খেলা, এমনটাই মনে করেন রিয়াল কোচ।
আনচেলত্তি বলেন, ‘এটা এখন ক্লাসিকোর মতেই মনে হচ্ছে। কারণ আমরা তাদের বিপক্ষে অনেক বছর ধরেই খেলে আসছি। আমি এখনও মনে করি সিটি বিশ্বের সেরা ফুটবল ক্লাবের মধ্যে একটি। এই প্রতিযোগিতায় সিটির রয়েছে সেরা কোচ (পেপ গার্দিওলা)। এটা সবচেয়ে কঠিন ম্যাচের মধ্যে একটি। আমাদের ব্যাপারেও বিষয়টি একই। আমাদের ইনজুরি থাকলেও আমরা শক্তিশালী। ’  রিয়াল কোচ প্রশংসা করেন গার্দিওলারও। তবে নিজেদেরই এগিয়ে রাখছেন লড়াইয়ে। আজ বাংলাদেশ সময় রাত ২টায় ইতিহাদ স্টেডিয়ামে প্লে অফে মুখোমুখি হবে দুদল।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..