বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আজ শনিবার ৩৬৯ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরাইল। বিনিময়ে ৩ ইসরাইলি জিম্মিকে মুক্তি দিচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আজ শনিবার মুক্তি পেতে যাচ্ছে তারা।
এক বিবৃতিতে হামাসের সঙ্গে সংশ্লিষ্ট ফিলিস্তিনি প্রিজনার্স মিডিয়া অফিস জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গ্রেপ্তার হয় এসব বন্দি। তাদের মধ্যে ৩৬ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং ৩৩৩ জন বন্দি গাজার বাসিন্দা। মুক্তিপ্রাপ্তদের মধ্যে ২৪ জনকে বিদেশে পাঠানো হবে।
হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডস বিনিময় চুক্তির অংশ হিসেবে শনিবার মুক্তি পাওয়ার জন্য নির্ধারিত তিন ইসরাইলি বন্দির নাম ঘোষণা করে। গত পাঁচ দফায় হামাস ইসরাইলি কারাগার থেকে নারী ও শিশুসহ মুক্তি পাওয়া ৭৬৬ ফিলিস্তিনির বিনিময়ে ১৬ জন ইসরাইলিকে মুক্তি দিয়েছে।