1. newsmkp@gmail.com : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. info@fxdailyinfo.com : admi2017 :
  3. admin@mkantho.com : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

বুড়িমারী স্থলবন্দর দিয়ে ২২দিন পর পাথর আমদানি শুরু

  • আপডেট টাইম : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০২ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : লালমনিরহাট: টানা ২২ দিন বন্ধ থাকার পর লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে বোল্ডার পাথর আমদানি শুরু হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ীরা ওপারের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে বোল্ডার পাথর আমদানি শুরু করেন।

আমদানি মূল্য কমানোর দাবিতে এর আগে গত ১ ফেব্রুয়ারি ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি বন্ধ করে দেয় বুড়িমারী স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন।
ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথরের আমদানি মূল্য বেশি হওয়ায় বুড়িমারী স্থলবন্দরের আমদানীকারকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বলে জানান ব্যবসায়ীরা। পাথরের দাম কমাতে ভারত-ভুটানের রপ্তানিকারকদের সঙ্গে চিঠি চালাচালি করে বুড়িমারীর স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন।
বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, আমাদের যে আন্দোলন ছিল পাথরের দাম কমানোর, সেটা প্রায় শতভাগ সফল হয়েছে। আমরা বর্ডারে গিয়ে আনুষ্ঠানিকভাবে আবার পাথর আমদানির কথা ভারতের আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের জানিয়ে এসেছি। তারা পাথর পাঠাবেন। তাদের গাড়ির কোনো সমস্যা হবে না।
বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছি বলেন, ভারত ও ভুটানের ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে। আমরা বাজার মনিটরিং কমিটি করেছি। তারা বাজারটা মনিটর করবে। রোববার দুপুরের পর থেকেই বোল্ডার পাথর আমদানি শুরু হয়েছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..