1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০২:২১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

মেসিবিহীন ইন্টার মায়ামির দুর্দান্ত জয়

  • আপডেট টাইম : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৩২ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : মেসি ছিলেন না, কিন্তু তার অভাব বুঝতেই দিল না ইন্টার মায়ামি! তরুণ তেলাস্কো সেগোভিয়ার দুর্দান্ত পারফরম্যান্স আর লুইস সুয়ারেজের অভিজ্ঞতার মিশেলে এমএলএসে প্রথম জয় তুলে নিয়েছে মায়ামি। রোববার রাতে হিউস্টন ডায়নামোকে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত করেছে ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাবটি।
প্রথমবারের মতো এমএলএসে শুরুর একাদশে সুযোগ পেয়েই বাজিমাত করেছেন ২১ বছর বয়সী ভেনেজুয়েলান তারকা সেগোভিয়া। করেছেন জোড়া গোল, সঙ্গে ছিল একটি অ্যাসিস্ট। অন্যদিকে, ৩৮ বছর বয়সী সুয়ারেজ ছিলেন আরও উজ্জ্বল—এক গোলের পাশাপাশি করিয়েছেন তিনটি!
ম্যাচের ষষ্ঠ মিনিটেই ইন্টার মায়ামিকে এগিয়ে দেন সেগোভিয়া। প্রতিপক্ষের ভুলে বল পেয়ে বক্সের ঠিক বাইরে থেকে ওয়ান-টাচ পাস বাড়ান সুয়ারেজ, সেটি ডানপায়ের টোকায় নিখুঁতভাবে জালে জড়ান সেগোভিয়া। ৩৭তম মিনিটে হিউস্টনের রক্ষণ ভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন টাদেও আছেন্দে। সুয়ারেজের দুর্দান্ত থ্রু ধরে তিনজন ডিফেন্ডারকে ছাপিয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার। প্রথমার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় গোলটি করেন সেগোভিয়া, এবার পেনাল্টি স্পটের কাছ থেকে শট নিয়ে হিউস্টনের জালে বল পাঠান তিনি। ফলে বিরতিতে যাওয়ার আগেই ৩-০ গোলে এগিয়ে যায় মায়ামি।
৭৯তম মিনিটে দারুণ এক গোল করেন সুয়ারেজ। ডিফেন্ডারকে কাটিয়ে আরও দুইজনকে পেছনে ফেলে বাঁ দিক থেকে জোরালো শট নেন তিনি, গোলরক্ষকের হাত ছুঁয়ে বল জালে জড়ালে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি।
৮৫তম মিনিটে হিউস্টনের হয়ে একমাত্র গোলটি করেন উরুগুইয়ান মিডফিল্ডার নিকো লোদেইরো, যিনি গত মাসেই ক্লাবটিতে যোগ দিয়েছেন। এই ম্যাচে ছিলেন না লিওনেল মেসি, বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে। তবে তার অনুপস্থিতিতেও আক্রমণাত্মক ফুটবল খেলে দারুণ জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি, যারা এর আগে টানা তিন ম্যাচে হিউস্টনের কাছে হেরেছিল।
তবে মেসির প্রভাব এমএলএসে এখনও অটুট। নিউ ইয়র্ক সিটির বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে এক অ্যাসিস্ট করে তিনি ইতিহাস গড়েছেন, মাত্র ২৬ ম্যাচেই এমএলএসের নিয়মিত মৌসুমে ৪০ গোল অবদান (২১ গোল, ১৯ অ্যাসিস্ট) করা দ্রুততম খেলোয়াড় হয়েছেন আর্জেন্টাইন জাদুকর।
লিস্ট ‘এ’ ক্রিকেটে ব্যাটিং ঝড়ে নতুন রেকর্ড প্রোটিয়া ক্লাবেরলিস্ট ‘এ’ ক্রিকেটে ব্যাটিং ঝড়ে নতুন রেকর্ড প্রোটিয়া ক্লাবের হিউস্টনের সমর্থকদের জন্য অবশ্য ছিল সান্ত্বনা পুরস্কার। ম্যাচে উপস্থিত দর্শকদের বিনামূল্যে ভবিষ্যতের এক ম্যাচের টিকিট দিয়েছে ক্লাবটি, কারণ তারা মেসিকে দেখতে এসে তাকে মাঠে পাননি!

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..