মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১০:৫১ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহের মহেশপুরে জামায়াতের নারী নেত্রীদের উপর হামলার ঘটনা ঘটেছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলা বাঁশবাড়িয়াা ইউনিয়ন কুল্লোপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। জামায়াত নেতারা জানান হামলা করেছেন বিএনপি।
এসময় হামলাকারীরা নারীদের লাঞ্ছিত করে বলে অভিযোগ করা হয়েছে। হামলা ও লাঞ্চিতের প্রতবাদে রোববার দুপুর ২.৩০ মিনিটে পৌর শহরের ডাকবাংলোয় সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে নারী নেত্রী হাসিনা খাতুন ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে হাসিনা খাতুন বাদি হয়ে থানায় একটি এজাহার দায়ের করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হাসিনা খাতুন জানান, রোববার সকাল ১০টার দিকে মহেশপুর উপজেলা বাশঁবাড়িয়া ইউনিয়নের কুল্লোপাড়া গ্রামের খাইরুল ইসলামের বাড়িতে স্থানীয় নারীদের নিয়ে বিশ্ব নারী দিবসের আলোচনা সভা করছিলাম।
এসময় ওই এলাকার আল আমিন, ঝুমুর, সাহেব, সোহেল ও আশরাফুলসহ ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল হাতুড়ী, কাঁচি ও বাঁশের লাঠি নিয়ে আমাদের উপর হামলা করে। আমাদের কি অপরাধ জিজ্ঞেস করতেই খারাপ ভাষায় গালিগালাজ করতে থাকে। তাদের গালিগালাজ করতে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে আমার সাথে থাকা সালেহা বেগমকে বাঁশের লাঠি দিয়ে আঘাত করে।
এছাড়া আসামীরা আমাকে খাইরুল ইসলামের বাড়ী থেকে ধাক্কা মারতে মারতে রাস্তার উপর এনে বাম কানে দুইটি চড় মারে।
এছাড়া আল আমিন, সাহেব ও সোহেল আমার শরীরের থাকা ওড়না টান দিয়ে আমার শ্লীতাহানি ঘটায় এবং আমার মাথা আলগা করে রাস্তার উপর দাড় করিয়ে রাখে। এর কিছুক্ষণ পর আমাদেরকে হুমকি ধামকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। হামলাকারীরা সবাই বিএনপির স্থানীয় নেতাকর্মী বলেও উল্লেখ করেন নারী নেত্রী হাসিনা খাতুন।