মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট : আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে লড়াকু টার্গেট ছুড়েছে নিউ জিল্যান্ড। টস জিতে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে তারা ২৫১ রান করে। জিততে ভারতকে করতে হবে ২৫২ রান।
নিউ জিল্যান্ডের রান ২৫১ পর্যন্ত পৌঁছায় ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েলের লড়াকু ব্যাটিংয়ে। ড্যারিল ১০১ বলে ৩ চারে ৬৩ রান করে আউট হলেও ব্রেসওয়েল মাত্র ৪০ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫৩ রানে অঅপরাজিত থাকেন। এছাড়া রাচিন রবীন্দ্র ৩৭ রান করেন ৪টি চার ও ১ ছক্কায়।
বল হাতে ভারতের কুলদীপ যাদব ১০ ওভারে ৪০ রান দিয়ে ২টি ও বরুণ চক্রবর্তী ১০ ওভারে ৪৫ রান দিয়ে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন মোহাম্মদ শামি ও রবীন্দ্র জাদেজা।