1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

এখন আগের মতো পোশাক পরতে স্বাচ্ছন্দ্যবোধ করি না : অহনা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১২ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেন। সম্প্রতি ওমরাহ্‌ পালন শেষে বোরকা ও হিজাব পরিধান শুরু করেছেন তিনি।
সম্প্রতি রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে এক বোরকা শোরুম উদ্বোধনে অংশ নেন অহনা। সেখানে তিনি বলেন, “যে যে পোশাকে আরামবোধ করেন, সেটাই পরা উচিত। আমার ব্যক্তিগত পছন্দ একটু ঢিলেঢালা পোশাক, যা সবসময়ই ভালো লাগে। এটি আমার ব্যক্তিগত বিষয়, অন্য কেউ এ নিয়ে প্রশ্ন তুলবেন না।”
তিনি আরও বলেন, “আমি বোরকার শোরুমে এসেছি মানে এই নয় যে, আমি শুধুই এ ধরনের পোশাক পরব। কিছুদিন আগেও আমি আমার ছোট বোনের ওয়েস্টার্ন পোশাকের শোরুমে গিয়েছিলাম। নারী যে পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ করেন, সেটাই পরা উচিত। এটি একান্তই ব্যক্তিগত ব্যাপার।”

ওমরাহ্‌ থেকে ফেরার পর নিজের পোশাক পরিবর্তন প্রসঙ্গে অহনা বলেন, “কোনো কিছু টানা ৪০ দিন করলে তা অভ্যাসে পরিণত হয়। এখন আগের মতো পোশাক পরতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। তাই নিজের পছন্দমতো বোরকা ও হিজাব পরছি, এতে কারও আপত্তি থাকা উচিত নয়।”
তিনি শোরুমটির নামকরণ প্রসঙ্গে বলেন, “নাজাত নামটি শুনে প্রথমে মনে হয়েছিল এটি হয়তো কারও নাম। পরে জানতে পারি, রমজানের শেষ দশ দিনের নাম ‘নাজাত’, সেই সময়েই শোরুমটি চালু করা হয়েছিল। এটি ২০১৮ সালে যাত্রা শুরু করে।”
অহনার বক্তব্য স্পষ্ট—নারী যা পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, সেটাই পরা উচিত, এবং পোশাক নিয়ে কোনো ধরনের অযাচিত মন্তব্য বা সমালোচনা কাম্য নয়।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..